শুভেন্দুর পর রাজীব! বনমন্ত্রী তৃণমূল ছাড়ছেন বলে দাবি করলেন দলীয় এক বিধায়ক

বাংলাহান্ট ডেস্কঃ পরিবহণ মন্ত্রীর পর এবার বনমন্ত্রী। বর্তমানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) রাজনৈতিক অবস্থান নিয়ে গুঞ্জন উঠেছে বঙ্গরাজনীতিতে। সেই জল্পনা আরও উস্কে দিলেন রাজীববাবুরই জেলার এক বিধায়ক।

সম্প্রতি তৃণমূল ছেড়েছেন সবুজ শিবিরের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী। তারপর আচমকাই দল ত‍্যাগ করে বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন তৃণমূলের অনেক রাঘব বোয়ালেরা। কিন্তু এবার কানাঘুষো শোনা গেল, তৃণমূল ছাড়তে চলেছেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।

image 1 47

এরই মধ্যে আবার শোনা গেল দল ছাড়তে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। পাঁচলা বিধানসভার বিভিন্ন এলাকায় দাদার অনুগামী পোস্টারের সঙ্গে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকলেও নেই কোন দলীয় চিহ্ন। এবিষয়ে পাঁচলার বিধায়ক গুলশন মল্লিক দাবি করেছেন, এবার তৃণমূল ছেড়ে দেবেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

গুলশন মল্লিক জানিয়েছেন, ‘এখনো দলে রয়েছেন রাজীবদা। আপনারা দেখলেন যেভাবে শুভেন্দু অধিকারী দল ছাড়লেন, এভাবে একদিন রাজীবদাও দল ছেড়ে চলে যাবেন। যারা একটা সময় মমতা ব‍্যানার্জীর সঙ্গে পাশে ছিলেন, তারাই এখন তাঁর বিরুদ্ধে যাচ্ছেন’।


Smita Hari

সম্পর্কিত খবর