স্ত্রী ২-তে অভিনয়ের জন্য কত টাকা চার্জ করেছেন রাজকুমার-শ্রদ্ধারা? প্রকাশ্যে অবাক করা তথ্য

২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী’। এই ছবির সাফল্যের পর, রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর তাঁদের হরর-কমেডি ‘স্ত্রী ২’ (Stree 2) নিয়ে এসেছেন। অমর কৌশিক পরিচালিত ছবিটি দর্শকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে। ছবিটি ভাল আয় করেছে। স্ত্রী ২ (Stree 2) বক্স অফিসে ইতিমধ্যেই প্রায় ৯০.৩০ কোটি রুপি আয় করেছে। এরই মধ্যে এটিকে ‘সুপারহিট’ তকমাও দেওয়া হয়েছে। এই ছবিতে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক ব্যানার্জী এবং অপারশক্তি খুরানা অভিনয় করেছেন। জানা গিয়েছে কয়েকটি ক্যামিও ভূমিকাও রয়েছে এটিতে৷ চলুন জেনে নেওয়া যাক এই ছবির জন্য কত টাকা চার্জ করেছেন তারকরা।

অভিষেক ব্যানার্জী ভেডিয়া, পাতাল লোক এবং মির্জাপুরে নিজের ভূমিকার জন্য সবচেয়ে বিখ্যাত। তিনি অমর কৌশিকের ‘স্ত্রী ২’ ছবিতে ‘জনা’ চরিত্রে অভিনয় করেছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম অনুযায়ী, ৪০ বছর বয়সী এই অভিনেতা ছবিটির জন্য ৫৫ লাখ রুপি পেয়েছেন। বিখ্যাত বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার ভাই অপারশক্তি খুরানা, ‘ভিকি’র একজন বন্ধুর চরিত্রে অভিনয় করছেন। তিনি এই ছবির জন্য ৭০ লাখ রুপি পেয়েছেন বলে জানা গিয়েছে।

Stree 2

স্ত্রী ২ (Stree 2) বক্স অফিসে ইতিমধ্যেই প্রায় ৯০.৩০ কোটি রুপি আয় করেছে

গত কয়েক বছরে, পঙ্কজ ত্রিপাঠি হিন্দি চলচ্চিত্র শিল্পের অন্যতম সেরা অভিনেতা হয়ে উঠেছেন। ‘স্ত্রী’-তে তাঁর কমিক টাইমিং দিয়ে দর্শকদের হাসানোর পর, এই অভিনেতা আবার ‘স্ত্রী ২’-এ ফিরে এসেছেন। তাঁর চরিত্রের নাম ‘রুদ্র ভাইয়া’। ছবিতে অভিনয়ের জন্য তিনি ৩ কোটি রুপি পেয়েছেন বলে জানা গিয়েছে। ‘স্ত্রী ২’-এ প্রধান চরিত্রে অভিনয় করা শ্রদ্ধা কাপুরই ছবির একমাত্র নামহীন চরিত্র। হরর কমেডির প্রথম অংশেও তাঁর নাম জানা যায়নি। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।

রাজকুমার রাও, যিনি অমর কৌশিকের ছবি ‘স্ত্রী ২’-এ ‘ভিকি’ ভূমিকায় অভিনয় করেছিলেন। সংবাদ মাধ্যম অনুযায়ী, এই অভিনেতা পেয়েছেন ছয় কোটি রুপি। মুখ্য ভূমিকা ছাড়াও, ‘স্ত্রী ২’-তে কিছু ক্যামিও ভূমিকাও রয়েছে। খবর অনুযায়ী, তামান্না ভাটিয়া, বরুণ ধাওয়ান এবং অক্ষয় কুমার ‘স্ত্রী’-এর সিক্যুয়েলের অংশ হয়েছেন। জানা গিয়েছে বরুণ তাঁর ক্যামিওর জন্য দুই কোটি রুপি পেয়েছেন। তবে অক্ষয় ও তামান্নার পারিশ্রমিক এখনও জানা যায়নি।


Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর