নিয়ম ভাঙার হিড়িক, স্বামীর কপালে সিঁদুর পরিয়েছিলেন কেন পত্রলেখা? সাফাই রাজকুমারের

বাংলাহান্ট ডেস্ক: জীবনের আগামী ধাপে পা রেখেছেন অভিনেতা রাজকুমার রাও (Rajkummar Rao)। দীর্ঘ ১১ বছরের প্রেমের পর সাত পাকে বাঁধা পড়েন তিনি বাঙালি প্রেমিকা পত্রলেখার (Patralekhaa) সঙ্গে। চণ্ডীগড়ে দুজনের স্বপ্নের মতো বিয়ের অনুষ্ঠানের ছবিগুলি মুগ্ধ করেছিল সবাইকে। বিশেষ ভাবে নজর কেড়েছিল অভিনেত্রীর বাংলায় অঙ্গীকার লেখা ওড়না এবং পত্রলেখার হাতে রাজকুমারের নিজের কপালে সিঁদুর ছোঁয়ানো।

সাম্প্রতিক কালে স্বামী স্ত্রী দুজনকেই সিঁদুরের ছোঁয়া লাগাতে দেখা যায়। কনের সিঁথিতে সিঁদুরদানের পর বরের কপালেও সিঁদুরের ছোঁয়া দিয়ে দেয় অনেক কনেই। ব‍্যতিক্রমী বিয়ে দেখতে দেখতে অভ‍্যস্ত অনেকেই। রাজকুমার পত্রলেখার বিয়েতেও দেখা গিয়েছিল এই ব‍্যতিক্রম। কেন করেছিলেন অমন কাণ্ড সে ব‍্যাপারে সম্প্রতি মুখ খোলেন অভিনেতা।

28rajkummar
রাজকুমার বলেন, বিষয়টা তাঁরা পরিকল্পনা করে করেননি। কিন্তু তিনি জানেন যে এই বিষয়ে অনেক খবর লেখা হয়েছে, অনেকে বিষয়টাকে আবেগতাড়িত বলে প্রশংসাও করেছেন। তবে পত্রলেখা যে তাঁর কপালে সিঁদুর ছুঁইয়ে দিয়েছেন এতে তিনি খুশিই।

অভিনেতার কথায়, “আমি এমন একজন মানুষ যে সাম‍্যবাদে বিশ্বাস করে। আমি কাউকেই নিজের থেকে ছোট করে দেখি না। আমরা দুজনেই সমান আর সেটাই হওয়া উচিত। ওটা খুবই আবেগতাড়িত ছিল আর পরিকল্পনা মাফিক হয়নি। আমি খুশি যে পত্রলেখা ওটা করেছিল আর মানুষের মনে বিষয়টা অনেকদিন পর্যন্ত থেকে যাবে।”

গত বছরের ১৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন রাজকুমার পত্রলেখা। বহু গুঞ্জন, লুকোচুরির প‍র সুখবরটা দিয়েই দেন তাঁরা। চণ্ডীগড়ে বসেছিল ‘পতরাজ’ এর বিয়ের আসর। বিয়ের দিন টুকটুকে লাল লেহেঙ্গায় সেজেছিলেন বাঙালি কন‍্যে পত্রলেখা। সোনার ও কুন্দনের গয়না ছাড়াও সঙ্গে হাতে ছিল শাঁখা পলা। সবথেকে বেশি যেটা নজর কাড়ল, কনের মাথার ওড়নার পাড়ে বাংলায় লেখা, ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।’

আগামীতে পরিচালক অনুভব সিং এর ‘ভিড়’ ছবিতে দেখা যাবে রাজকুমারকে। তাঁর বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর। এছাড়াওমিস্টার অ্যান্ড মিসেস মাহির মতো ছবিতেও অভিনয় করবেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর