বাংলা ছবির ভক্ত রাজকুমার, কাজ করতে চান এই বাঙালি পরিচালকের সঙ্গে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের সিনেমা সংক্রান্ত পছন্দ অপছন্দ যত বদলাচ্ছে, বলিউডি অভিনেতা অভিনেত্রীরাও আঞ্চলিক ভাষার ছবির দিকে তত বেশি ঝুঁকছে। ইতিমধ‍্যেই প্রথম সারির একাধিক অভিনেতা অভিনেত্রী দক্ষিণী ভাষার ছবিতে ডেবিউ করেছেন। এবার রাজকুমার রাও (Rajkummar Rao) বাংলা ছবির প্রতি আগ্রহের কথা প্রকাশ করলেন।

সম্প্রতি একটি ফ‍্যাশন শো তে এসে বাংলা ছবির প্রতি ভাললাগার কথা জানান রাজকুমার। আরো স্পষ্ট ভাবে বললে, পরিচালক আদিত‍্য বিক্রম সেনগুপ্তর ‘আসা যাওয়ার মাঝে’ ছবিটির ভূয়সী প্রশংসা করেন তিনি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান চলচ্চিত্র উৎসবের মতো একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ২০১৪ তে মুক্তিপ্রাপ্ত ছবিটি।


রাজকুমার বলেন, আদিত‍্য বিক্রম অনবদ‍্য পরিচালক। আসা যাওয়ার মাঝে ছবিটির ভক্ত তিনি। পরিচালকের সঙ্গে তাঁর বন্ধুত্বও আছে। আলাপ আলোচনাও হয়েছে তাঁদের। একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন রাজকুমার। উল্লেখ‍্য, আদিত‍্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত এবং শ্রীলেখা মিত্র অভিনীত ওয়ান্স আপন আ টাইম ইন ক‍্যালকাটা ছবিটিও ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

প্রসঙ্গত, বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ‍্যে রাজকুমার রাও অন‍্যতম। তাঁর অভিনয়শৈলীর ভক্ত আট থেকে আশি। শেষ বার ‘মনিকা ও মাই ডার্লিং’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে রাজকুমারের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার বলেন, তিনি যে ছবিতেই কাজ করেন সেটাই হয় তাঁর স্বপ্নের প্রোজেক্ট।

আগামীতে মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিতে দেখা যাবে রাজকুমারকে। তাঁর বিপ‍রীতে রয়েছেন জাহ্নবী কাপুর। এছাড়াও অনুভব সিনহা পরিচিলিত ভিড় এবং গানস অ্যান্ড গুলাবস সিরিজেও দেখা যাবে রাজকুমারকে। সিরিজটি মুক্তি পাবে নেটফ্লিক্সে।

X