রাজকুমারের নাম করে ৩ কোটি টাকার প্রতারণা চক্র! ভুয়ো ইমেল থেকে সতর্ক করলেন অভিনেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বড়সড় প্রতারণা চক্রের হাত থেকে অনুরাগীদের সতর্ক করলেন অভিনেতা রাজকুমার রাও (rajkummar rao)। তাঁর নাম ভাঁড়িয়ে তলে তলে ৩ কোটি টাকার প্রতারণা চক্র চলছে বলে অভিযোগ করেছেন তিনি। প্রতারণা চক্রের প্রমাণ হিসাবে একটি ভুয়ো ই মেলের স্ক্রিনশটও শেয়ার করেছেন রাজকুমার।

স্ক্রিনশটটিতে দেখা যাচ্ছে, ই মেলটি অর্জুন নামে এক ব‍্যক্তির উদ্দেশে পাঠানো হয়েছে রাজকুমারের তরফে। ই মেলের বক্তব‍্য, রাজকুমার ও তাঁর সহকারী সৌম‍্যর সঙ্গে আলোচনা করেছেন এই অর্জুন। ‘হানিমুন প‍্যাকেজ’ নামে একটি ছবিতে কাজ করতে রাজি হয়েছেন রাজকুমার।


তবে তাঁর অ্যাকাউন্টে ৩ কোটি টাকা পাঠালেই চুক্তি স্বাক্ষর হবে। ই মেলে আরো বলা হয়েছে, পরিচালক ও প্রযোজককে ছবির চিত্রনাট‍্য পড়ার অনুরোধ করেছেন রাজকুমার। তিনি নাকি এখন মুম্বইতে নেই। তাই ই মেলেই চালাচ্ছেন কথাবার্তা। এই ই মেলেরই স্ক্রিনশট শেয়ার করে গোটা বিষয়টিকেই ভুয়ো বলে দাবি করেছেন রাজকুমার। তিনি জানিয়েছেন, সৌম‍্য বলে কাউকে তিনি চেনেন না। এমন কোনো ছবিতে কাজও করছেন না রাজকুমার।


প্রসঙ্গত, গত বছরের ১৫ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসেন রাজকুমার পত্রলেখা। বহু গুঞ্জন, লুকোচুরির প‍র সুখবরটা দিয়েই দেন তাঁরা। চণ্ডীগড়ে বসেছিল ‘পতরাজ’ এর বিয়ের আসর। বিয়ের দিন টুকটুকে লাল লেহেঙ্গায় সেজেছিলেন বাঙালি কন‍্যে পত্রলেখা। সোনার ও কুন্দনের গয়না ছাড়াও সঙ্গে হাতে ছিল শাঁখা পলা। সবথেকে বেশি যেটা নজর কাড়ল, কনের মাথার ওড়নার পাড়ে বাংলায় লেখা, ‘আমার পরান ভরা ভালবাসা আমি তোমায় সমর্পণ করিলাম।’

আগামীতে পরিচালক অনুভব সিং এর ‘ভিড়’ ছবিতে দেখা যাবে রাজকুমারকে। তাঁর বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর। এছাড়াও বধাই দো, হিট: দ‍্য ফার্স্ট কেস, মিস্টার অ্যান্ড মিসেস মাহির মতো ছবিতেও অভিনয় করবেন তিনি।

সম্পর্কিত খবর

X