প্রথম বেতন ৩০০ টাকা, সেই টাকায় কী করেছিলেন রাজকুমার রাও?

রাজকুমার রাও (Rajkummar Rao) আজকাল আলোচনায় রয়েছেন স্ত্রী ২ ছবির জন্য। আগামী ১৫ আগস্ট মুক্তি পাচ্ছে এই ছবিটি। এখন পুরো দমে প্রচারে ব্যস্ত রাজকুমার রাও (Rajkummar Rao)। তিনি ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ ফেলতে অনেক পরিশ্রম করেছেন। সম্প্রতি রাজকুমার রাও স্ত্রী ২ ছবির প্রচারের জন্য জাকির খানের শো আপনা আপনা জাকিরে গিয়েছিল। এই শোতে তিনি তাঁর যাত্রা সম্পর্কে কথা বলেছেন। সঙ্গে নিজের প্রথম বেতনের কোথাও প্রকাশ করেছেন।

অভিনেতা বলেছেন- ‘আমার প্রথম উপার্জন ছিল ৩০০ টাকা। আমি তখন নবম শ্রেণীতে পড়তাম। আমি একটি বাচ্চা মেয়ের বাড়িতে যেতাম তাঁকে নাচ শেখাতে। সম্ভবত তাঁর বয়স ছিল ৭ বছর। তাকে নাচ শিখিয়ে আমি প্রতি মাসে ৩০০ টাকা পেতাম। প্রথম দিন যখন ৩০০ টাকা পেলাম তখন ১০০ টাকার নোট পাইনি। আমার আজও মনে আছে, মেয়েটির বাবা আমাকে ৫০ টাকার ৬টি নোট দিয়েছিলেন।

Rajkummar Rao

রাজকুমার রাও (Rajkummar Rao) আজকাল আলোচনায় রয়েছেন স্ত্রী ২ ছবির জন্য

তিনি আরও বলেন, ‘আমার বাড়ির আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় আমি ৩০০ টাকাতেই খুব খুশি হয়েছিলাম। সেই ৩০০ টাকা দিয়ে আমি বাড়ির জন্য রেশন কিনেছিলাম। তারপর টাকা বাঁচলে আমি সেটি দিয়ে দেশি ঘি কিনেছিলাম। সেদিন আমি রুটিতে ঘি লাগিয়ে খেয়েছিলাম। আর সেটা খেয়ে আমি অনেক মজা পেয়েছিলাম এবং আমার খুব ভালো লেগেছিল। তাঁর আগে কখনও ঘি দিয়ে রুটি খাওয়ার সুযোগ আসেনি।

রাজকুমার রাওয়ের কাজের ফ্রন্ট সম্পর্কে বললে, তাঁকে শেষ দেখা গিয়েছিল মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিতে। এই ছবিতে তিনি জাহ্নবী কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন। এবার তাঁকে দেখা যাবে স্ত্রী ২-এ। রাজকুমারের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা কাপুর এবং পঙ্কজ ত্রিপাঠিও। আসন্ন প্রজেক্ট সম্পর্কে কথা বলতে গেলে, তাকে ভিকি বিদ্যার ‘ওহ ওয়ালা’ ভিডিওতে দেখা যাবে। এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন তৃপ্তি দিমরি।

ad

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর