বাংলা হান্ট ডেস্ক : এবার কাশ্মীরের বিরুদ্ধে আবারও সুর চড়ালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের বিরুদ্ধে লাগাতার যুদ্ধের হুমকি দিচ্ছে পাকিস্তান। এবার দীর্ঘ কয়েকবার হুমকির পর এবার পাকিস্তানের বিরুদ্ধে কার্যত হুমকি দিল রাজনাথ সিং। তাই একাত্তরের যুদ্ধের কথা স্মরন করিয়ে দিয়ে আর সেই ভুলের পুনরাবৃত্তি হলে এবার পাকিস্তানকে টুকরো হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে না পাকিস্তান, ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন রাজনাথ সিং।
Defence Minister: If they (Pak) repeat it, then they should think what will become of Pakistan Occupied Kashmir…Human rights violations are committed against Balochs&Pashtuns there. If it continues,no power in will be able to protect Pak from getting further divided into pieces https://t.co/KaWhOgmaFt
— ANI (@ANI) September 22, 2019
রবিবার পাটনায় জন জাগরণ সভায় বক্তৃতা রাখতে গিয়ে পাকিস্তানের নাম না করে পাকিস্তানকে 1965 ও 1971 সালের যুদ্ধের প্রসঙ্গ তুলে বিশ্বের কোনও দেশ ভুল করে তাহলে সেই দেশ নিজেকে ভাঙার হাত থেকে রক্ষা করতে পারবে না বলে জানান। একইসঙ্গে বালোচ ও পাস্তুনদের ওপর অত্যাচারেরও প্রসঙ্গ তুলে ধরেন এদিন। পাশাপাশি, কাশ্মীরের ওপর থেকে বিশেষ ধারা প্রত্যাহার করে নেওয়া নিয়ে দলীয় নেতৃত্বদের প্রশংসার কথা জানিয়ে এদিন 370 কাশ্মীরের ওপর ক্যন্সারের মতো বলেন রাজনাথ। এমনকি দীর্ঘদিন ধরে মানুষ এই ফল ভোগ করছিল বলে জানান।
Defence Minister: You can see they're already getting discouraged. Pak PM comes to PoK&says 'countrymen don't go to India-Pak border'. I said it's good because if they do, they'll not be able to go back to Pakistan. They should not commit the mistake of repeating 1965 and 1971. pic.twitter.com/zyDXvdrFLR
— ANI (@ANI) September 22, 2019
অন্যদিকে বিজেপি সমর্থকদের উদ্দেশ্যে রাজনাথ পাক প্রধানমন্ত্রীর ভারত পাক সীমান্তের দিকে না যাওয়ার পরামর্শ খুবই ভালো এবং এই সীমান্তে এলে কেউ ফিরে যাবে না বলেও জানান। উল্লেখ্য, বার বার কাশ্মীর ইস্যুকে নিয়ে যোভাবে ভারতকে কোনঠাসা করতে চাইছে এবং .যুদ্ধের হুমকি দিচ্ছে পাকিস্তান। তাতে কিছুতেই যে তাঁরা দমে নেই যা প্রমান করে দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।