সেনাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সারলেন রাজনাথ সিং, যুদ্ধের দৃষ্টিকোণ থেকে দিলেন বড় ইঙ্গিত

বাংলাহান্ট ডেস্কঃ আজকের দিনে লড়াইয়ের পদ্ধতি অনেক বদলে গেছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে মানুষ অনেক উন্নত হয়েছে, উন্নত হয়েছে যুদ্ধের হাতিয়ারও। তেমনই নতুন নতুন সমস্যা দেশের সামনে চলে আসছে। তার মোকাবিলাও করতে হচ্ছে আধুনিক উন্নত পদ্ধতির সাহায্যে। এই বিষয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সরাসরি জানিয়ে দিলেন, ভবিষ্যতে ভারতের সামনে আরও বড় সমস্যা দেখা দিতে পারে।

সৈন্য়সহিত উৎসবে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে যোগদান করে দেশের সেনাবাহিনীর বিষয়ে জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান- ‘এই অনুষ্ঠান আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। যেভাবে পরিস্থিতি এবং সময় বদলাচ্ছে, তাতে করে যুদ্ধেরও অনেক পদ্ধতি বদলাচ্ছে। আসন্ন সময়ে সুরক্ষার সঙ্গে জড়িত বিভিন্ন পৃথক পৃথক সমস্যা আমদের সামনে আসতে পারে’।

rajnath singh 1 1

রাজনাথ সিং আরও বলেন, ‘আমাদের দেশে জাতীর কথা ভেবে সাহিত্য লেখার পরম্পরা রয়েছে। হিন্দি, গুজরাটি হোক বা পাঞ্জাবি যে কোন ভাষায় এই ধরণের সাহিত্য লেখা হয়ে থাকে, যা বিভিন্ন সময় মানুষের মধ্যে স্বদেশ প্রেম জাগিয়ে তুলেছে। এটা বর্তমানে আমার পরীক্ষা যে আসন্ন সময়ে কিভাবে দেশের মানুষকে সেনাদের ইতিহাস সম্বন্ধে জানানো যায়’।

তিনি আরও জানান, ‘দেশের প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে আমি একটি টিম গঠন করেছি, যারা দেশের সেনাদের বলিদান, যুদ্ধের ঘটনা সমস্ত কিছুই সহজ সরল এবং সাবলীল ভাষায় দেশবাসীর সামনে তুলে ধরার কাজ করছে। আমি চাই দেশের মানুষ সেনাদের সমস্ত ঘটনা এবং দেশের ইতিহাস জানুক এবং দেশের সুরক্ষায় এগিয়ে আসুক’।


Smita Hari

সম্পর্কিত খবর