বড় খবরঃ লাদাখ নিয়ে হাই লেভেল মিটিং রাজনাথ সিং এর, সেনাকে দেওয়া হল সম্পূর্ণ স্বাধীনতা

বাংলা হান্ট ডেস্কঃ ভারত (India) আর চীনের (China) মধ্যে চলা সীমান্ত সংঘর্ষ নিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) রবিবার চীফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত আর তিন সেনার প্রধানদের সাথে লাদাখের পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

সুত্র থেকে জানা যায় যে, এই সমীক্ষা বৈঠকের পর ভারতীয় সেনাকে LAC-তে চীনের সেনার আক্রমণাত্বক মনভাবের সাথে মোকাবিলা করার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

সুত্র থেকে জানা যায় যে, ভারতীয় সেনাকে পূর্ব লাদাখ এবং অন্য সেক্টরে চীনের দুঃসাহসকে মোক্ষম জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, চীনের পাশে থাকা ভারতের সীমান্ত রক্ষার জন্য ভারত এবার আলাদা সামরিক নীতি আপন করবে।

উনি শীর্ষ আধিকারিকদের ভূমি সীমান্ত, আকাশ সীমান্ত আর রাজনৈতিক সামুদ্রিক মার্গে চীনের গতিবিধির উপর কড়া নজর রাখার নির্দেশ দিয়েছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর