নির্বাচনের পূর্বে গোটা উত্তরপ্রদেশ চষে ফেলার পরিকল্পনা বিজেপির, মাঠে নামছেন শাহ-নাড্ডা-সিং

বাংলাহান্ট ডেস্কঃ নির্বাচনের পূর্বে গোটা উত্তরপ্রদেশ (uttar pradesh) চষে ফেলতে চাইছে বিজেপি (bjp)। সেই মত তোরজোড়ও শুরু হয়ে গিয়েছে। এবার মাঠে নামতে চলেছেন বিজেপির তিন শীর্ষ নেতৃত্ব- অমিত শাহ (Amit Shah), জেপি নাড্ডা (JP Nadda) এবং রাজনাথ সিং (Rajnath Singh)। তৃণমূল স্তরে পৌঁছে, দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে বাড়িয়ে তুলবেন জনসংযোগ।

উত্তরপ্রদেশে নির্বাচনে কোনরকম খামতি রাখতে চাইছে না বিজেপি শিবির। নিজেদের সবটা দিয়ে মানুষের কাছে পৌঁছাতে চাইছে তাঁরা। সেই কারণে এবার শুধু বড় শহরে জনসভা করেই থেমে যাওয়া নয়, প্রত্যন্ত অঞ্চলগুলির মানুষদের কাছেও পৌঁছে যাওয়ার পরিকল্পনা রয়েছে পদ্ম শিবিরের।

IMG 20210608 191258

নির্বাচনী প্রচারের জন্য মোট ৬ টি অঞ্চলের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার এই মর্মে নির্বাচনী কৌশল নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যদের মধ্যে একটি বৈঠকও করা হয়। বৈঠকে ঠিক হয়, নির্বাচনী প্রচারে কার ভূমিকা ঠিক কেমন হবে।

জানা গিয়েছে, অমিত শাহের উপর দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর প্রদেশের পশ্চিম ভাগ ও বৃন্দাবন এলাকার, উত্তর প্রদেশের উত্তরাঞ্চল এবং বারাণসীতে প্রচার সামলাবেন রাজনাথ সিং এবং কানপুর ও গোরক্ষপুর থেকে প্রচার করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শীর্ষ নেতৃত্বরা সরাসরি বুথ স্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে, প্রচারের কাজে অংশ নেবেন।

সূত্রের খবর, আগামী ২২ ও ২৩ শে নভেম্বর উত্তর প্রদেশের গোরক্ষপুর ও কানপুরের বুথ সভাপতিদের বৈঠকে অংশ নেবেন জেপি নাড্ডা। আবার ২৫ শে নভেম্বর সীতাপুর ও জৌনপুরে বুথ সভাপতিদের কনফারেন্সে অংশ নেবেন রাজনাথ সিং।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে এসপি প্রধান ৪০০ পার করে যাওয়ার শ্লোগান দেওয়ার পর, সেখানে জয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লখনউয়ে আয়োজিত কর্মসূচীতে অংশ নিয়ে তিনি বলেছিলেন, ‘নির্বাচনের মাঠে বিজেপির কৌশলকে টেক্কা দেবার মত, বড় সংঠন নেই। জোরের সহিত জানাচ্ছি যে, বুথ যদি শক্তিশালী থাকে, তাহলে ৩০০ পার করে যাওয়া কোন কঠিন ব্যাপার হবে না। আর এটা করতে গেলে প্রাক্তন সাংসদ এবং বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে। দায়িত্ব নিয়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর