পাক অধিকৃত কাশ্মীর ভারতে অন্তর্ভুক্ত করবই! উপত্যকা থেকে হুঙ্কার রাজনাথ সিংয়ের

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার কড়া ভাষায় পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। তার কথায়, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে চরম অত্যাচার শুরু করেছে পাকিস্তান। এর ফল পাকিস্তানকে ভোগ করতে হবে। এরই সাথে তার সাফ মন্তব্য, ভারত শীঘ্রই গিলগিট ও বাল্টিস্তান দখল করবে। তিনি এদিন বলেন, “আমরা সবে মাত্র জম্মু ও কাশ্মীর এবং লাদাখে উন্নয়ন শুরু করতে পেরেছি। গিলগিট ও বাল্টিস্তানে যখন আমরা পৌঁছাতে পারবো তখনই আমরা আমাদের লক্ষ্য ছুঁতে পারবো।”

বৃহস্পতিবার ভারতীয় সেনা আয়োজিত শৌর্য দিবসে অংশ নিতে শ্রীনগর এসে এমনই হুংকার করলেন রাজনাথ। সন্ত্রাসের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য শুরু করেছিলেন এক জ্বালাময়ী ভাষণ। তার বক্তব্য, “সন্ত্রাসবাদীদের ধর্ম হয় না। ভারতে হামলা করাই ওই জঙ্গিদের লক্ষ্য।” পাশাপাশি পাকিস্তানকে আক্রমণ করে তার মন্তব্য, “গিলগিট, বাল্টিস্তানের মতো এলাকায় পাকিস্তান যে অকথ্য অত্যাচার চালাচ্ছে তার পরিণাম ভোগ করতে হবে তাদের।”

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলুপ্তি নিয়ে তার বক্তব্য, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের মধ্যের বৈষম্য দূর হয়। কাশ্মীরে সন্ত্রাসবাদ প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ বলেন, ” জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদীরা সন্ত্রাসকে বলছেন কাশ্মীরিয়ত। এটা চলবে না।” এই পাশাপাশি সমাজের বুদ্ধিজীবীদের কটাক্ষ করে তিনি বলেন, গত কয়েক বছর ধরে জঙ্গিদের মানবাধিকার নিয়ে কিছু আঁতেল কান্নাকাটি করছেন।

Rajnath Singh

এদিন সন্ত্রাসবাদ নিয়ে কথা বলার সময় রাজনাথ সিংয়ের গলায় রীতিমতো ঝরে পড়ে আক্রোশ। এর আগে গত ৪ অক্টোবর তিনদিনের উপত্যকা সফরে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার রাজনাথ সিং এর উপত্যকা ভ্রমণ রীতিমত কৌতূহল বাড়িয়েছে রাজনৈতিক কারবারিদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর