বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) এবং চীনের (China) মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), ইজরায়েলের (Israel) প্রতিরক্ষা মন্ত্রী বেনী গেথের সঙ্গে আলোচনা করেছেন। ভারতের সঙ্গে শান্তি পূর্ণ সুরক্ষা ব্যবস্থা স্থাপনের বিষয়ে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বেনী গেথ আশ্বস্ত করে জানিয়েছেন, দুই দেশের একতার ফলে করোনা ভাইরাসের প্রকোপ থেকে দ্রুত মুক্তি পাওয়া যাবে।
করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষ পাওয়ার উপায় ছাড়াও দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে দুই দেশের সুরক্ষা ব্যবস্থা এবং হাতিয়ারের বিষয়েও আলোচনা হয়েছে।
ইজরায়েল থেকে করোনা সম্পর্কিত সাহায্য
সংবাদ সংস্থা PTI সূত্রে জানা যায়, ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ‘ভারতের প্রতিরক্ষার সাথে দুই দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে শান্তি পূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে ইজরায়েল থেকে ভারতে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে একদল প্রতিনিধি যাচ্ছেন। যারা এই সংকটের পরিস্থিতিতে ভারতকে সাহায্য করবে’।
পূর্বেই রাজনাথ সিং একটি ট্যুইট করে জানিয়েছেন, আমরা দুজনে করোনার বিষয়ে আলোচনা করি। কিভাবে এই মহামারি ভাইরাস থেকে মুক্তি পাওয়া যায়, তাই নিয়েও আলোচনা হওয়ার পাশাপাশি দুই দেশের সুরক্ষা বিষয়কও আলোচনা হয়েছে’।
সাহায্য করছে সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে
ভারতের সুরক্ষা ব্যবস্থায় ইজরায়েল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে। উন্নতমানের হাতিয়ার প্রদান করেছে ভারতকে। লাদাখ অঞ্চলে ব্যবহৃত উন্নত প্রযুক্তির ড্রোন, যা ভারতের বায়ুসেনা- নৌবাহিনি এবং জল সেনা ব্যবহার করছে, তা ইজরায়েল থেকে প্রাপ্ত। পাশাপাশি সেনা স্পাইক ট্যাংক গাইডেড মিশাইল নেওয়ার চিন্তা ভাবনাও করছে ভারত। প্রধানমন্ত্রী মোদীর রাজত্বে ইজরায়েল এবং ভারতের মধ্যেকার সম্পর্ক আরও গভীর হয়ে উঠেছে।