বাংলা হান্ট ডেস্ক: জম্মু-কাশ্মীর নিয়ে দিন দিন বেড়েই চলেছে সমালোচনা। বারবার বিতর্কের মুখে পড়েছেন অনেকেই। এই ইস্যুতে ফের মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, তিনি বলেন ‘কাশ্মীরের বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই পাকিস্তানের। এই ইস্যুতে কোনও দেশ তাদের সমর্থন করছে না।’ সম্প্রতি লেহ’তে একথা বলেছেন রাজনাথ।
DRDO আয়োজিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এই অনুষ্ঠানেই তিনি বলেন, পাকিস্তান সব সময় ভারতের সন্ত্রাসবাদি হামলা চালাচ্ছে, যার জেরে সৃষ্টি হচ্ছে অশান্তি। এই পরিস্থিতিতে তাদের সাথে আলোচনা চালানো সম্ভব হচ্ছেনা দিল্লীর পক্ষে। ভারত পাকিস্তানের মধ্যে ভালো প্রতিবেশীর মতো সম্পর্ক রাখতে হলে, ভারতের সন্ত্রাসবাদি হামলা যেকোন উপায়ে বন্ধ করতে হবে ইসলামাবাদকে।
এদিন রাজনাথ আরও বলেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করতে চাই, কবে কাশ্মীর তাদের ছিল? কাশ্মীর সবসময়ই ভারতের অংশ।’ ৩৭০ ধারা নিয়েও নিজের বক্তব্য পেশ করেন রাজনাথ, তিনি বলেন, ‘মার্কিন ডিফেন্স সেক্রেটারি মার্ক এসপার টেলিফোনে তাঁকে বলেছেন ৩৭০ ধারা বিলোপ একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে।