বাংলা হান্ট ডেস্ক :পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়া অভিযোগ ভারতের দীর্ঘদিনের। তবে কাশ্মীরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার কথা ঘোষনা হওয়া থেকেই ভারতে বার বার সন্ত্রাসবাদী কার্য়কলাপ চালানোর চেষ্টা করছে পাকিস্তান।যদিও কাশ্মীরের পুলওয়ামা কাণ্ড থেকে টার্গেট করেছে ভারতকে। জঙ্গী অনুপ্রবেশ করিয়ে বেশ কয়েকবার হামসলাও চালাতে চেয়েছিল উপত্য়কায়। যদিও তা ,সম্ভব হয়নি।
তবে এবার সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে একপ্রকার হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের বিরুদ্ধে পাকিস্তান সন্ত্রাসবাদীদের হাতিয়ার করে ছায়াযুদ্ধে নেমেছে, এমন টাই অভিযোগ করলেন রাজনাথ সিং। তবে ছায়াযুদ্ধে পাকিস্তান ব্য়র্থ হবে বলেও হুঁশিয়ারিও দেন। শনিবার জাতীয় প্রতিরক্ষা অ্য়াকাডেমিতেপ্যারাডে উপস্থি হয়ে এমনটাই বলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আর এদিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদকে ব্যবহার করে ছায়াযুদ্ধের রাস্তা বেছে নিয়েছে পাকিস্তান। আমি দায়িত্ব নিয়ে বলছি এই যুদ্ধেও হারবে পাকিস্তান।’এমনিতেই পার পার আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদ ইস্যুতে ভারতের পাশে দাঁড়িয়ে একযোগে পাকিস্তানের বিরোধিতা করেছে বিশ্বের শক্তিধর দেশগুলি। এমনকি পাকিস্তানের সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়েও আন্তর্জাতিক মঞ্চে বার বার প্রশ্ন তোলা হয়েছি।
Defence Minister Rajnath Singh in Pune:The way Pakistan has been exposed on different world platforms on the issue of terrorism and the way it has been isolated, major credit for this goes to the skilled diplomacy of our Prime Minister https://t.co/7HfSgmcFkT pic.twitter.com/jGNyJLJsbw
— ANI (@ANI) November 30, 2019
তবে এবার আবারও পাকিস্তানকে কোনঠাসা করতে উঠেপড়ে লেগেছে ভারত। উল্লেখ্য, কয়েকদিন আগেই অযোধ্যা ইস্যুতে রাষ্ট্রসংঘে ভারতের বিরুদ্ধে মুখ খুলেছিল পাকিস্তান। এমনকি সেদেশে মিথ্য়া প্রচারও চালিয়েছে।
তার বদলা নিতে রাষ্ট্রসংঘে পাকিস্তানকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে ভারত।