বাংলাহান্ট ডেস্ক : সোশ্যাল মিডিয়ার রমরমা যত বাড়ছে, ফুড ভ্লগারদের আধিপত্যও বাড়ছে পাল্লা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় এখন ফুড ভ্লগারদের দৌরাত্ম্য চোখে পড়ার মতো। আর তাদের দৌলতেই সংবাদ শিরোনামে উঠে আসছেন বিভিন্ন ছোট ছোট খাবারের দোকানীরা। এমনি একজন দোকানী বর্তমানে রয়েছেন জনপ্রিয়তার চূড়ায়। বিশেষ ধরণের পরোটা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছেন রাজু দা (Raju dar pocket paratha)। তাঁর সিগনেচার খাবার হল ‘পকেট পরোটা’। নিজের খাবারের নামেই জনপ্রিয় তিনি।
বড় ঘোষণা করলেন রাজুদা (Raju dar pocket paratha)
‘রাজুদার পকেট পরোটা’, সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। তাঁর নিজস্ব পেজও আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। সম্প্রতি ‘রাজুদার পকেট পরোটা’ নামে একটি ফেসবুক পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে করে কোথাও একটা যাচ্ছেন রাজু দা (Raju dar pocket paratha)। কোথায় যাচ্ছেন সেটা তিনি নিজেই খোলসা করেছেন।
কী জানালেন তিনি: রাজুদাকে (Raju dar pocket paratha) বলতে শোনা যায়, এবার একেবারে নতুন এক অবতারে দেখা যাবে তাঁকে। এরপরেই তিনি বলেন, এক জায়গায় ‘ইনভাইট’ আছে তাঁর, ওয়েব সিরিজের। সেখানেই যাচ্ছেন তিনি। তারপর তিনি বলেন, খুব তাড়াতাড়ি হইচইতে দেখা যাবে সিরিজটি। এরপরেই প্রশ্ন উঠেছে, সেখানে কি নিজের কাজের প্রচারে যাচ্ছেন রাজু দা, নাকি ওয়েব সিরিজের প্রচার করতে? নাকি তিনি নিজেই কাজ করছেন ওয়েব সিরিজে?
আরো পড়ুন : একধাক্কায় কয়েক বছর এগিয়ে যাবে গল্প, ‘জগদ্ধাত্রী’ থেকে বিদায় নিচ্ছেন এই গুরুত্বপূর্ণ অভিনেত্রী!
নতুন অবতারে রাজুদা: উত্তর গুলো অবশ্য খোলসা করেননি তিনি। তবে রাজুদা (Raju dar pocket paratha) জানিয়েছেন, এখানেও সঙ্গে করে নিজের ভাইরাল খাবার নিয়ে যাচ্ছেন তিনি। কিছু পরোটা (Raju dar pocket paratha), আনলিমিটেড তরকারি, সঙ্গে কাঁচা লঙ্কা আর ‘আপেল পেঁয়াজ’ তো রয়েছেই। সঙ্গে সেদ্ধ ডিমও নিয়ে যাচ্ছেন তিনি।
আরো পড়ুন : শ্বেতা ‘ম্যারেজ মেটিরিয়াল’, অনস্ক্রিন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ ‘অনিকেত’, বিয়েতে ‘বিশেষ’ প্ল্যান রণজয়ের
নেটিজেনরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজুদার জন্য। একজন লিখেছেন, তাঁর জন্য আরও বড় কিছু অপেক্ষা করে আছে। আরো উন্নতি করবেন তিনি। আবার আরেকজন পরামর্শ দিয়েছেন, ফুড ভ্লগারদের পাল্লায় পড়ে নিজের ব্যবসাটা যেন লাটে না তোলেন তিনি। প্রসঙ্গত, শিয়ালদা চত্বরে শিশির মার্কেটে পরোটার দোকান রয়েছে রাজুদার। তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি দিয়েই আচমকা ইউটিউবে ভাইরাল হয়ে যান তিনি। এখন প্রায় প্রতিদিনই ইউটিউবারদের ভিড় লেগে থাকে তাঁর দোকানে।