বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চেন্নাই সুপার কিংস (CSK) গত দুই মরশুমের মতো এই মরশুমে হেরে নিজেদের আইপিএল (IPL 2023) যাত্রা শুরু করেছে। গুজরাটে টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে গতকাল তারা প্রথমে ব্যাট করে ১৭৮ রান স্কোরবোর্ডে তুলতে পেরেছিল। যদিও রুতুরাজ গায়কোয়াড ছাড়া আর কেউই ব্যাট হাতে খুব একটা প্রভাবিত করতে পারেননি। ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছিল হার্দিক পান্ডিয়ার দল।
কাল বল হাতে চেন্নাই সুপার কিংসের বোলারদের মধ্যে কেউই খুব বেশি প্রভাবিত করতে পারেননি। একজনই ছিলেন ব্যতিক্রম। তিনি হলেন গতকাল সিএসকের হয়ে আইপিএল অভিষেক করা মহারাষ্ট্রের ক্রিকেটার রাজ্যবর্ধন হাঙ্গেরেকর (Rajvardhan Hangargekar)। গতকাল নিজের বোলিং এর মাধ্যমে ক্রিকেট বিশেষজ্ঞদের প্রশংসা আদায় করে নিয়েছেন তিনি।
কাল ৪ ওভার বোলিং করে ৩৬ রান খরচ করলেও ৩ উইকেট নিয়েছেন তিনি। আউট করেছেন আগ্রাসী ঋদ্ধিমান সাহা, অর্ধশতরান করা শুভমান গিল ও অভিজ্ঞ বিজয় শঙ্করের মতো তারকাদের। ধোনির অধিনায়কত্বে তার আরও উন্নতি ঘটবে বলেই মনে করছেন অনেকে। কালকে দুর্ভাগ্যবশত কিছুটা রান বিলিয়ে দিলেও তাকে কখনো কখনো বিপজ্জনক দেখিয়েছে।
ক্যাপ্টেন কুল-ও তার বোলিং দেখে খুশি হয়েছেন এবং জানিয়েছেন সময়ের সাথে সাথে তার গতিকে আরও ভালোভাবে ব্যবহার করবেন হাঙ্গেরেকর। কেউ এই ব্যাপার নিয়ে খুশি যে এই গত বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী ফাস্ট বোলার নিজের আইপিএল কেরিয়ারের শুরুটাই করছেন ভারতবর্ষে সবচেয়ে সফল অধিনায়কের গাইডেন্সে।
অনেকে তার বোলিং অ্যাকশনের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন যশপ্রীত বুমরার। মজার ব্যাপার বুমরার আইপিএল অভিষেকটাও অনেকটা একইরকম ভাবে হয়েছিল। তিনিও নিজের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বেশ কিছুটা রান খরচ করলেও তিনি উইকেট তুলেছিলেন যার মধ্যে সামিল ছিল বিরাট কোহলির দামি উইকেটটি। দুজনের ক্ষেত্রেই একটু অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে তাদের ডেলিভারি খেলা কঠিন হয়ে পড়ে।