রাজ্যসভার ৭ আসনে ভোটাভুটি ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, দেখুন জয়ী প্রার্থীদের তালিকা

বাংলা হান্ট ডেস্কঃ ভোট- লড়াই ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের ৭ প্রার্থী। বাংলার ৭ জয়ী প্রার্থীর মধ্যে রয়েছেন বিজেপির ১ জন ও বাকি ৬ জন তৃণমূল কংগ্রেসের সদস্য। আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha Election 2023)। তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে এই প্রার্থীদের।

জয়ী প্রার্থীদের তালিকায় রয়েছে, তৃণমূলের (Trinamool Congress) ৬ প্রার্থী – ডেরেক ও’ব্রায়েন , সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক। অন্যদিকে বিজেপি (BJP) তরফে জয়ী ঘোষণা করা হয়েছে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজকে (Ananta Maharaj)।

৭টি খালি আসনে ২জন প্রার্থী দিয়েও বিজেপির একজন মনোনয়ন প্রত্যাহার করে নেন। রাজ্যসভায় প্রার্থী হয়েও উত্তরবঙ্গের বিজেপি নেতা রথীন বসু মনোনয়ন প্রত্যাহার করে নেন। যার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোচবিহারের অনন্ত মহারাজও জয়ী হলেন।

tmc bjp 1 2

প্রসঙ্গত, বর্তমানে রাজ্য বিধানসভায় বিজেপির যা শক্তি রয়েছে, তার অনুপাতে এক জন প্রার্থীকেই জয়ী করতে পারে গেরুয়া শিবির। বিজেপির অনন্ত মহারাজ ও রথীন বসু মনোনয়ন জমা করেন। ফলে ভোটাভুটির সম্ভাবনা তৈরি হয়। তবে গতকালই মনোনয়ন প্রত্যাহার করে নেন রথীন বসু।

তৃণমূলের জয়ী ছয় প্রার্থীর মধ্যে একজন উপনির্বাচনে জয় পেয়েছেন। তৃণমূলের রাজ্যসভা সাংসদ লুইজিনহো ফেলেইরো পদত্যাগ করায় সেই আসনটি খালি হয়। সেই আসনে উপনির্বাচন হওয়ার জন্য প্রার্থী করা হয়েছিল সাকেত গোখলেকে। তিনি জয়লাভ করেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর