স্মার্টফোনের থেকেও সস্তা! জলের দরে ই-বাইক নিয়ে এল Hero, চমকে দেবে এর অবিশ্বাস্য ফিচার্স

বাংলা হান্ট ডেস্ক : ভারতের (India) রাস্তা এখন ইলেকট্রিক বাইকে (E-Bike) ছেয়ে গেছে। পেট্রোল ডিজেলের দাম যেখানে আকাশছোঁয়া সেখানে ইলেকট্রিক বাইক-ই মধ্যবিত্তের একমাত্র ভরসা‌। আর গ্রাহক চাহিদা মেটাতে একটার পর একটা নতুন ই-বাইক লঞ্চ করছে কোম্পানি গুলিও। যার মধ্যে রয়েছে টাটা (Tata) গোষ্ঠীও। তবে এই ক্ষেত্রে একটি বড় আধিপত্য রয়েছে হিরো সাইকেলের (Hero Cycle)।

বিগত বহু বছর ধরেই বাজারে আধিপত্য বিস্তার করেছে এই কোম্পানি। অবসর সময় হোক অথবা নিত্য যাতায়াত বিভিন্ন ক্ষেত্রে এই কোম্পানির দু চাকা ব্যবহার করে মানুষ। এমতাবস্থায় আজ এমন একটি বাইকের কথা বলব যার বাজারদর কম তো বটেই পাশাপাশি বাইকটি আপনি খুব সহজেই অনলাইন থেকে কিনে নিতে পারবেন।

বাইকটির নাম Hero Lectro Kinza 27.5T SS। ফিচার্সের কথা বললেন, বাইকটিতে রয়েছে একটি ডিস্ক ব্রেক, অ্যালয় ব্ল্যাক হ্যান্ডেলবার, অ্যান্টি স্কিড প্লাস্টিক প্যাডেল, অ্যারোডাইনামিক থ্রেডলেস সাসপেনশন। বাইকটিতে রয়েছে সিঙ্গেল গিয়ার এইমুহুর্তে নীল ও কালো, এই দুটি রঙে পাওয়া যাচ্ছে Hero Lectro Kinza 27.5T SS।

প্রসঙ্গত উল্লেখ্য, Hero Lectro Kinza 27.5T ফুল চার্জে রেঞ্জ দিতে পারে 30 কিলোমিটার (প্যাডেলিক মোড), 25 কিলোমিটার (থ্রটেল মোড)। সর্বোচ্চ 25 কিমি প্রতি ঘন্টায় দৌড়াতে পারে এই বাইক। ব্যাটারির ক্ষেত্রে পেয়ে যাবেন 36V/2A, ইনপুট 230V/AC। পাশাপাশি বাইকটিতে দেওয়া হবে 250 ওয়াট ক্ষমতা সম্পন্ন BLDC মোটর, 36VM, 40NM টর্ক।

টায়ারের কথা বললে, এতে পেয়ে যাবেন নাইলনের টায়ার। সাথে থাকছে 3 লেভেল LED ডিসপ্লে। বাইকটিকে জল থেকে সুরক্ষিত রাখতে এতে দেওয়া হয়েছে IP67 রেটিংযুক্ত ব্যাটারি। মাত্র 4 ঘন্টাতেই ফুল চার্জ হয়ে যায় এই বাইকটি। আমাজন থেকে কিনলে মাত্র 24,999 টাকাতেই পেয়ে যাবেন এই ই-বাইক। সবথেকে মজার বিষয় হল বাইকটির ওজন মাত্র 19 কেজি।

hero electric cycle comparison 1

প্রসঙ্গত উল্লেখ্য, Hero Lectro Kinza ছাড়াও আরো বেশকিছু ই-বাইক উপলব্ধ রয়েছে বাজারে। উদাহরণস্বরূপ, Hero Lectro H3 দাম 28,499 টাকা, Lectro C4+ দাম 30,999 টাকা, Lectro C7 দাম 34,999 টাকা, Lectro H5 দাম 29,999 টাকা এবং Lectro C3 দাম 28,999 টাকা। পাশাপাশি Tata Stryder Zeeta Plus, Tata Stryder Voltic 1.7, EMotorad T-Rex Plus ইত্যাদির মত বাইকগুলো রয়েছে এই প্রতিযোগিতায়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর