চরম নাটক হরিয়ানায়! প্রার্থী জিতে গিয়েছে বলে ট্যুইট কংগ্রেসের, শেষমেশে দেখতে হল হারের মুখ

বাংলাহান্ট ডেস্ক : একেই বলে তীরে এসে তরী ডোবা। নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই হরিয়ানায় জয় ঘোষণা করে দেয় কংগ্রেস। অতিরিক্ত আত্মবিশ্বাসের মাসুলও দেয় তারা। শেষ পর্যন্ত বাধ্য হয় হার স্বীকার করে নিতে। হরিয়ানায় কংগ্রেসের ‘নিশ্চিত’ আসন থেকে অজয় মাকেনকে হারিয়ে দিলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী কার্তিক শর্মা। নিউজ এক্স-এর কর্ণধার বিজেপি এবং শরিক দল জননায়ক জনতা পার্টির সমর্থনে রাজ্যসভার টিকিট নিশ্চিত করে ফেলেন এদিনই। হরিয়ানার দুটি আসনে এবার নির্বাচন হয়। সেখানে একটি আসন বিজেপি অপরটিতে কংগ্রেস জিতবে বলে মনে করা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় কংগ্রেসের ঝুলি ফাঁকা। কোনও আসনই পেলনা ভারতের প্রাচীনতম দলটি।

কংগ্রেস হরিয়ানা থেকে প্রার্থী করে অভিজ্ঞ নেতা অজয় মাকেনকে। প্রাথমিক ভাবে মনে করা হয় তিনি মোট ৩০টি ভোট পেয়েছেন। সেটা বাস্তবে হলে তিনি রাজ্যসভায় নির্বাচিত হতে পারতেন। তবে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন জানায় মাকেনকে দেওয়া একটি ভোট বাতিল করা হয়েছে। যার ফলেই নাটকীয় ভাবে হেরে যান অজয় মাকেন। তার বদলে জিতে যান বিজেপি প্রার্থী কার্তিক শর্মা। এদিকে কংগ্রেস জয়ের ব্যপারে নিশ্চিত ছিল। অজয় মাকেনের জয়ের কথা ঘোষণা করে এর ফল ঘোষণার আগে একটি ট্যুইটও করে ফেলে। পরে চূড়ান্ত ফল সামনে আসতেই সেই ট্যুইট মুছে ফেলতে বাধ্য হয় দল।

কংগ্রেস বিধায়ক বিবি বত্রা সাংবাদিকদের এদিন বলেন, ‘আমরা মনে করেছিলাম যে অজয় মাকেন মোট ৩০টি ভোট পেয়েছেন। ৩০ টি ভোট জয় নিশ্চিত ছিল তাঁর। পরে একটি ভোট বাতিল হয়ে যায়। এর ফলে অজয় মাকেনের জায়গায় নির্দল কার্তিক শর্মা জিতে গেলেন। এটা খুবিই দুর্ভাগ্যজনক ব্যপার।’

অনিদকে, আরও এক বিজেপি প্রার্থী কৃষ্ণণ পানওয়ার হরিয়ানা থেকে জিতে সংসদের উচ্চ কক্ষে নির্বাচিত হলেন। কৃষ্ণণ পানওয়ারের সংগ্রহে মোট ৩১টি ভোট আসে। এবারেও জয়ের মুখ দেখল না কংগ্রেস। যদিও এবিষয়ে কংগ্রেসের হাই কমান্ডের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।


Sudipto

সম্পর্কিত খবর