বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের ১৪ তারিখে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা (Rakesh Jhunjhunwala)। স্বাভাবিকভাবেই, ভারতীয় শেয়ার বাজারের বিগ বুল রাকেশের আচমকা মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়। এমতাবস্থায়, তাঁর মোট সম্পদের পরিমান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। তবে, এবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সামনে এসেছে ওই ধনকুবেরের উইলের তথ্য। আর সেখানেই তাঁর সম্পদ সংক্রান্ত সমস্ত বিবরণ স্পষ্ট হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রাকেশের মোট তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে বড় হল তাঁর কন্যা নিষ্ঠা। তার বয়স ১৮ বছর। অপরদিকে, রাকেশের যমজ পুত্র আর্যমান ও আর্যবীরের বয়স হল ১৩। এমতাবস্থায়, রাকেশ ঝুনঝুনওয়ালার উইলে লেখা আছে যে, তাঁর মৃত্যুর পর উত্তরাধিকারীদের সূত্রে প্রায় ৩০,০০০ কোটি টাকার শেয়ার ও সম্পত্তি তাঁর স্ত্রী এবং তিন সন্তানের মধ্যে ভাগ হবে। এদিকে, তাঁর স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে মুম্বাইয়ের মালাবার হিলে একটি বিল্ডিং, যাঁর ক্রয়মূল্য ছিল ১৭৬ কোটি টাকা। এছাড়াও, লোনাভালায় একটি হলিডে হোম রয়েছে তাঁর।
পাশাপাশি, জীবিত থাকাকালীন রাকেশ বন্ধুদের কাছে তাঁর চতুর্থ সন্তান হিসাবে দাতব্য প্রতিষ্ঠানগুলির কথা বলতেন। সেই কারণেই দাতব্য প্রতিষ্ঠানগুলিকে তাঁর সম্পদের একটি অংশ দিয়ে গিয়েছেন তিনি। ইতিমধ্যেই ঝুনঝুনওয়ালা পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি এই খবর জানিয়েছেন।
সূত্র মারফত জানা গিয়েছে যে, রাকেশের দীর্ঘদিনের আইনি সহযোগী বেরজিস দেশাই এই উইলের প্রধান নির্বাহক ছিলেন। এছাড়াও, তিনি ঝুনঝুনওয়ালার নতুন অ্যাভিয়েশন ভেঞ্চার আকাসা এয়ারের সহ-বিনিয়োগকারীও ছিলেন। প্রায় ২৫ বছর ধরে রাকেশকে চিনতেন দেশাই। এমতাবস্থায়, সমস্ত আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পরে রাকেশের পরিবারের উপস্থিতিতে পাঠ করা হবে এই উইল।
প্রসঙ্গত উল্লেখ্য, ৩৫ টি কোম্পানির হোল্ডিংয়ের মালিক ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। এছাড়াও, বিভিন্ন খাতে বিনিয়োগ করেছিলেন তিনি। সর্বোপরি, একাধিক কোম্পানির শেয়ারও কিনেছিলেন রাকেশ। যার মধ্যে রয়েছে SAIL, Tata Motors, Tata Communications, Lupin, TV18, DB Realty, Indian Hotels, Indiabulls Housing Finance, Federal Bank, Karur Vysya Bank, Escorts Limited, Titan Company-এর মত কোম্পানিগুলি।