বাংলা হান্ট ডেক্স : শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন? প্রতিদিন খবরের চ্যানেলে চোখ থাকে সেন্সেক্সের দিকে? তাহলে রাকেশ ঝুনঝুনওয়ালা নামটার সাথে আপনি বেশ পরিচিত। পাটিগণিতের লাভ-লোকসানের অঙ্কে ফুল মার্কস পান তিনি। অপরদিকে, তিনি ইনভেস্ট করেন স্টকে। সেখানেও তিনি একঘর। বিনিয়োগকারীরা ফিরে পান বড় অঙ্কের রিটার্ন। দেখা গিয়েছে, টাটা কোম্পানির বিভিন্ন স্টক তার বিশেষ পছন্দের। এই স্টকের মধ্যে অন্যতম হলো টাইটান। রিটার্নের প্রসঙ্গ উঠলে, বিশেষ পরিবর্তন নেই ফলাফলে। ইনভেস্টররা পেয়ে যান আশানুরূপ রিটার্ন।
এই সময়, টাইটানের স্টক বিনিয়োগকারীদের জন্য বেশ আকর্ষণীয় হতে পারে। কেবল ঝুনঝুনওয়ালা নন বিভিন্ন বিশেষজ্ঞ এই সময় টাইটানের স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন৷ টাইটানের স্টক এই সময় নিজের বেস্ট প্রাইস থেকে ২৪ শতাংশ ডিসকাউন্টের হিসাবে চলছে। সহজ কথায় কম দামে পাওয়া যাচ্ছে টাইটানের স্টক।
বিভিন্ন ব্রোকারেজ সংস্থা যেমন আইসিআইসিআই ডাইরেক্ট বর্তমানে টাইটান এর স্টকে ইনভেস্ট করার উপদেশ দিয়েছেন। এই স্টকের টার্গেট দাম ২৫৫০ টাকা। ব্রোকারেজ সংস্থার মতানুসারে টাইটান এখন পুরনো ব্যবসার সাথে, নিজেদের নতুন ব্যবসার দিকেও পা রাখছে। নতুন ব্যবসার পথ সুগম করতে চলেছে। তাই এই স্টকের রিটার্ন আগামী দিনে আরও বাড়বে বলেই আশা করা যাচ্ছে।
প্রসঙ্গত, টাইটান কোম্পানির শেয়ারে এইসময় বেশ ঊর্ধ্বগতিতে রয়েছে। এই স্টকের একেবারে ৩ শতাংশ বৃদ্ধি হয়েছে। যেটি তাকে ২১৫২ টাকায় গিয়ে পৌঁছে দিয়েছে। বিগত শুক্রবার, এই স্টকের দাম ২০৯২ টাকায় বন্ধ হলেও, নতুন সপ্তাহে চড়াই থামেনি। শেয়ার প্রতি দাম প্রায় ৬০ টাকা বৃদ্ধি পাবার দরুন, বিনিয়োগকারীরা বড় লাভের মুখ দেখতেই পারেন। খোদ রাকেশ ঝুনঝুনওয়ালার টাইটান কোম্পানির প্রায় ৩ কোটি টাকার উপর শেয়ার আছ। বড় অঙ্কের মুনাফার আশায় আবারও পাটিগণিতের বই খুলে বসেছেন তিনি।