বাংলাHunt : ফের বিজেপি নেতা রাকেশ সিং গ্রেফতার। গতকাল কলকাতা বিমানবন্দরে থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে তিনি ভোটের সময় পুলিশকে আটকে রেখেছিল তাই তার নামে অভিযোগ দায়ের করা হয়। গতকাল তিনি দিল্লি থেকে কলকাতা বিমান বন্দরে আসেন এবং তারপর তাকে পুলিশের গাড়ি করে ধরে নিয়ে যাওয়া হয়। রাকেশ সিং জানিয়েছেন বিজেপি করার জন্য তাকে গেপ্তার করা হলো। বিজেপির পক্ষ থেকে জানাগেছে থানা ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হবে বলে জানা যাচ্ছে।
বেশ কিছুদিন আগে বিজেপি নেতা রাকেশ সিং একটি ভিডিও ভাইরাল হয় সেখানে তিনি বলেন যে ফাটাফাটি গ্রুপে, যদি পুলিশ এবং তৃণমূলের কেউ বাধা দিতে আসেন তাহলে কঠরভাবে মোকাবেলা করা হবে। অমিত সাহ মিছিলের এর আগের দিন ভিডিওটি করা হয় এবং সেই ভিডিওটি সম্পূর্ণ ভাইরাল হয়ে যায়। সেই ঘটনা থেকে তাকে ডাকা হলো কি না তা এখনও পরিস্কার না।
পুলিশ হেনস্তা করার অভিযোগ গ্রেফতার বিজেপি নেতা রাকেশ সিং
![1ba5c img 20190604 wa0005 1ba5c img 20190604 wa0005](https://banglahunt.com/wp-content/uploads/2019/07/1ba5c-img-20190604-wa0005.jpg)
সম্পর্কিত খবর