রাকেশ টিকায়েতের সমালোচনায় মুখর কৃষকরা, দুই ভাইকেই বরখাস্ত করা হল কিষাণ ইউনিয়ন থেকে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্র সরকারের দ্বারা সারাদেশে বিতর্কিত কৃষি আইন প্রয়োগের প্রস্তাব এবং তার বিরুদ্ধে দেশের একাধিক প্রান্তে কৃষক আন্দোলনের কথা জানেন না, এমন দেশবাসী হয়তো একজনও নেই। আর এবার সেই কৃষক আন্দোলনের প্রধান মাথা ভারতীয় কিষাণ ইউনিয়নের অন্দরে ঘটে গেল বড়সড় রদবদল, যা নিয়ে বর্তমানে সরগরম হয়ে উঠেছে দেশের রাজনীতি।

দাবি করা হচ্ছে যে, এই কৃষক সংগঠনটি বর্তমানে দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে এবং এরই মাঝে সবচেয়ে বড় খবর এই যে, কৃষক সংগঠনের সামনের সারির নেতা রাকেশ টিকায়েত এবং তার ভাই নরেশ টিকায়েতকে সংগঠন থেকে বহিস্কৃত করা হয়েছে।

এদিন চৌধুরী মহেন্দ্র সিং টিকায়েতের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই বড় ঘোষণা করা হয়েছে বলে খবর। এদিন রাজেশ সিং চৌহানের নেতৃত্বে লখনউতে ভারতীয় কিষান ইউনিয়নের একটি সভা অনুষ্ঠিত করা হয়। বলে রাখা ভালো যে, এই বৈঠকে রাকেশ এবং তার ভাই নরেশ টিকায়েতের মধ্যে কেউই যোগদান করেন নি। এই সভা থেকেই এদিন ভারতীয় কিষান ইউনিয়ন (অরাজনৈতিক) দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজেশ সিং চৌহান, রাজেন্দ্র সিং মালিক, অনিল তালান, হরনাম সিং ভার্মা, বিন্দু কুমার, কুনওয়ার পারমার সিং, নীতিন সিরোহি সহ সমস্ত নেতারা নতুন সংগঠনে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে।

Rakesh tikait

উল্লেখ্য, এতদিন পর্যন্ত রাকেশের ভাই নরেশই ভারতীয় কিষান ইউনিয়নের সভাপতি পদে বিরাজ করতেন। তবে এদিন এই সংগঠনের সভাপতি হিসেবে তাঁর পরিবর্তে উঠে এলেন রাজেশ সিং চৌহান। এই সভাতে অধিকাংশ কৃষক নেতারাই এদিন রাকেশ টিকায়েতের বিরুদ্ধে সমালোচনায় সরব হন। রাকেশের বিরুদ্ধে আন্দোলনে ব্যক্তিগত সুবিধা থেকে শুরু করে বিভিন্ন মঞ্চে হাজির থাকার অভিযোগ আনেন তারা আর এরপরই বৈঠকে অরাজনৈতিক দল হিসেবে ভারতীয় কিষান ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

X