আন্দোলন শেষ করতে বললে আমরা ফসল জ্বালিয়ে দেব: রাকেশ টিকাইট

কৃষি আইনকে কেন্দ্র করে যে আন্দোলনের সূত্রপাত হয়েছে তা থামার নাম নিচ্ছে না। কৃষক নেতারা লাগাতার কৃষি আইন বাতিল করার দাবি তুলেছে। একই সাথে আইন বাতিল না করা হলে বেশকিছু পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এসবের মধ্যে হরিয়ানার কৃষক নেতা রাকেশ টিকাইট মোদী সরকারকে নতুন হুমকি দিয়েছেন।

রাকেশ টিকাইট বলেছেন যে যদি সরকার আইন বাতিল না করে তাহলে কৃষকরা ফসলে আগুন লাগিয়ে দেবে। উনি বলেন, কেন্দ্র সরকার এটা যেন না ভাবে যে ফসল কাটার জন্য কৃষকরা বাড়ি চলে যাবে এবং আন্দোলন শেষ হয়ে যাবে। আমরা ফসল জ্বালিয়ে দেব তাও ভালো কিন্তু বাড়ি কোনোভাবেই যাবো না।

rakesh tikait property

কৃষক নেতা আরো বলেন, ফসলের দাম বৃদ্ধি হয়নি কিন্তু জ্বালানির দামে আগুন লেগে গেছে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা ট্রাক্টর নিয়ে পশ্চিমবঙ্গেও পৌঁছে যেতে পারি। পশ্চিমবঙ্গেও কৃষকদের অবস্থা ঠিক নেই।

কৃষকদের সম্বোধন করতে গিয়ে টিকাইট বলেন, কৃষকদের একটা ফসলের কুরবানি দিতে হতে পারে। সরকার মনে করছে যে ফসল কাটার সময় চলে এসেছে তাই আন্দোলন থেমে যাবে। সমস্ত কৃষকরা একটা ফসল কুরবানি দিতে প্ৰস্তুত থাকুন। টিকাইতের এই আহ্বানে কৃষকরাও হাত তুলে কৃষক নেতাকে সমর্থন জানান।

সম্পর্কিত খবর