করোনার গুজব ছড়িয়ে কৃষি আন্দোলন শেষ করতে চাইছে কেন্দ্র, বললেন কৃষক নেতা রাকেশ টিকাইত

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে নয়া কৃষি আইনের প্রতিবাদ অব্যহত (Farmers Protest)। সেই মত সোনিপাটের সিঙ্ঘু সীমান্তে কৃষকরা একটানা আন্দোলন করে চলেছে। সেখান থেকেই এবার কৃষক নেতা রাকেশ টিকাইতের (Rakesh Tikait) একটি চাঞ্চল্যকর মন্তব্য সামনে এসেছে। তিনি বলেছেন যে, ‘সরকার করোনার ভয় দেখিয়ে আন্দোলনটি ভাঙতে চায়’। আসলে সিঙ্ঘু সীমান্তের একটি হোটেল কৃষকদের জন্য নিখরচায় জলসেবা শুরু করেছে। সেখানে উপস্থিত হয়ে, টিকাইত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন। স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজের বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কৃষক নেতা বলেছেন যে, সরকার ইচ্ছাকৃতভাবে করোনার ভয় (Corona) ছড়াচ্ছে। এমনকি তিনি এও বলেন, এর মাধ্যমে ‘সরকার আমাদের আন্দোলন ভাঙ্গতে চায়’।

একই সঙ্গে আরও এক কৃষক নেতা মনজিৎ রায় বলেছেন যে প্রশাসনের সাথে আমাদের আলোচনা হয়েছে। কোনও কৃষক করোনার পরীক্ষা করতে পারবেন না বা কেউ পরীক্ষাও করতে দেবেন না। কোনও কৃষক যদি ভ্যাকসিন নিতে চান তবে তিনি অবশ্যই তা নিতে পারেন। অন্যদিকে আরও এক নেতা গুরনাম চাদুনি জানাচ্ছেন যে যারা আন্দোলনে সহায়তা করেছিলেন সরকার তাঁদের উদ্দেশ্যমূলকভাবে হয়রানি করছে। সরকারের এটি করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

দিল্লির সীমান্তে কৃষকরা তিনটি আইনের বিরুদ্ধে অবিচ্ছিন্নভাবে আন্দোলন করছেন, সেখানে শীত-গ্রীষ্ম-বর্ষা সবই দুর্লভ। এই সমস্যাটি কাটিয়ে উঠতে, সোনিপটে বসবাসরত এক হোটেল মালিক কৃষকদের জন্য পানির সুবিধা শুরু করেছেন। যা তিনি ১১ হাজার শিবির থেকে শুরু করেছিলেন। তিনি সকল কৃষকদের নিজস্ব অর প্লান্ট স্থাপনের মাধ্যমে নিখরচায় জল সরবরাহ করবেন। হোটেলটির মালিক রাম সিং রানা জানান, জমি বিক্রি করে তিনি কৃষকদের বিনামূল্যে পানি সরবরাহের ব্যবস্থা করেছেন। এমনকি তিনি এও বলেন এর পরে, আমরা যানবাহন মাধ্যমে কৃষকদের জল সরবরাহ করব, যাতে চলাচলেও পানির অভাব না ঘটে।

Farmers' Protest: Misguided Stir Run by Self-serving Leaders That is Helping Opposition Further its Ends

কৃষক নেতারাও এই উপলক্ষে রাম সিং রানার হোটেলে পৌঁছেছিলেন। তিনি বলেছিলেন যে এই জাতীয় উদ্যোগের অনেক বেশি প্রয়োজন, কারণ জল চলাফেরার মধ্যে সবচেয়ে দুর্লভ। প্রতিদিন ২০ লক্ষ টাকা জলে ব্যয় হয়। তবে ওই হোটেল মালিকের ওর প্ল্যান্ট স্থাপনের উদ্যোগটি প্রচুর জল এবং অর্থ সাশ্রয় করবে। একই সঙ্গে কৃষক নেতারাও সরকারকে তীব্র আক্রমণ করেছেন এবং অনিল বিজের এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন। ওই স্বাস্থ্য মন্ত্রী দাবি করেছিলেন, কৃষকদের কাজ শেষ করবেন।

পাশাপাশি কৃষক নেতারা এদিন দাবি করে, কাউকে করোনার পরীক্ষা করতে দেবেন না, কারণ সরকার কোনও ভুল রিপোর্ট দিতে পারে। সরকারের প্রতি তাদের কোনও আস্থা নেই। এমনকি কৃষক নেতা মনজিৎ রায় বলেছেন যে তিনি ইতিমধ্যে প্রশাসনের সাথে কথা বলেছেন। প্রশাসনের এই আন্দোলন শেষ করতে বলেছে, কিন্তু কৃষক নেতা বলেছিলেন যে তিনি প্রশাসনের প্রতি অস্বীকৃতি জানিয়েছেন এবং তারপরে তিনি জানান যে, এই আন্দোলন এভাবেই চলবে। পাশাপাশি কৃষক নেতা রাকেশ টিকাইত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সরকারের অপারেশন ক্লিন চালানো উচিত নয়। কারণ এটি কোনও সাইন বাগান বা পাখির বাসা নয়। এটি কৃষকদের আন্দোলন এবং এটি এভাবেই চলবে।

সম্পর্কিত খবর