রাখীতেও এবার রাজনীতির ছোঁয়া! মোদী- দিদির দৌড়ে এগিয়ে কে…

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ আজ রাখী বন্ধন (raksha bandhan)। প্রীতি বন্ধনের এই শুভক্ষণকে করোনা আবহে কিছুটা ফিকে করলেও, বাজার গরম রেখেছে রাজনৈতিক দলের রাখী। এইপ্রথমবার রাখীতেও দেখা গেল রাজনীতির ছোঁয়া। আর সেই রাজনীতি সূচক রাখী কিনতেই দোকানে দোকানে দেখা গেল দেদার ভিড়। রীতিমত পাল্লা দিয়ে বিক্রি হল, রাজ্যের প্রথম সারিতে থাকা দুই রাজনৈতিক দলের রাখী।

এসপ্ল্যানেড, বড়বাজার, শিয়ালদা, শ্যামবাজার, মানিকতলা থেকে রায়গঞ্জ- সর্বত্রই সাধারণ রাখীর সঙ্গে পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ছবি দেওয়া রাখী। সঙ্গে রয়েছে মা মাটি মানুষ, জয় শ্রীরাম লেখা, ঘাসফুল, পদ্মফুল, সবুজ, গেরুয়া রঙের রাখীও।

তবে দোকানীদের বক্তব্য, এবছর প্রথমবার হলেও, সাধারণ রাখী অপেক্ষা মোদী- দিদি রাখীর দিকেই বেশি ঝুঁকছে মানুষজন। রাজনৈতিক দলের রাখীর চাহিদাই বাজারে এখন সবথেকে বেশি। তবে এই দৌড়ে কে এগিয়ে? সেবিষয়ে জানা গিয়েছে, এই রাখীর দৌড়ে মোদী অপেক্ষা দিদি বেশকিছুটা এগিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া রাখী থেকে শুরু করে, সবুজ, ঘাসফুল, এমনকি মা মাটি মানুষ লেখা রাখীর চাহিদাই বাজারে বেশি রয়েছে।

এক ক্রেতার কথায়, ‘রাখী কিনতে এসে দেখী দলনেত্রীর ছবি দেওয়া রাখী বিক্রি হচ্ছে। বেশ কয়েকটি কিনে নিই। দলের কর্মী সমর্থকদের পরানো যাবে এই দিদির মুখের রাখী’। অন্যদিকে, অনলাইনে রাখাইর চাহিদা বাড়ায়, এবারে লাভের মুখ না দেখারই আশা করেছিলেন বিক্রেতারা। কিন্তু সাধারণ রাখীর পাশাপাশি বাজারে এবার রাজনীতির রাখী নজর কেড়েছে মানুষের। যার কারণে, এই মন্দার বাজারে কিছুটা হলেও, লাভের আশা করছে দোকানিরা।

X