‘আমি মক্কা মদিনা গিয়ে….’, সৌদি থেকে ফিরেই বিষ্ফোরক রাখি! ভিডিও ভাইরাল

Published On:

বাংলা হান্ট ডেস্ক : রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এবং বিতর্ক (Controversy) যেন একই মুদ্রার এপিঠ ওপিঠ। কিছুদিন আগেই নায়িকার দ্বিতীয় বিয়ে ভেঙেছে। সেই ঘটনার পর থেকে যে বিতর্কের ধোঁয়া উঠেছে তা এখনও থামার নাম নেই। অভিযোগ আর পাল্টা অভিযোগে এখন ক্ষতবিক্ষত আদিল আর রাখি। দিনকয়েক আগেই প্রাক্তন স্বামীর নামে গুরুতর অভিযোগ এনেছিলেন এই চর্চিত অভিনেত্রী।

দিনকয়েক আগে রাখি বলেন, মধুচন্দ্রিমায় গিয়ে রাখির নগ্ন ভিডিয়ো শ্যুট করে তা লাখ লাখ টাকায় বিক্রি করেছে আদিল। এমনকি মধুচন্দ্রিমার মত এক সুন্দর মুহুর্তে আদিলের বিকৃত কামের শিকার হয়েছেন বলে অভিযোগ তার। সেই ঘটনার জের থামতে না থামতেই ভোল বদলে ফেললেন নায়িকা। ঘোষিত ভাবে ধর্মই বদলে ফেললেন।

এমনিতেও বলিপাড়ার কানাঘুষা খবর, আদিল দুরানি খানের সঙ্গে বিয়ের সময় ধর্ম বদলে রাখি থেকে ফাতিমা হয়েছিলেন তিনি। তবে যেদিন থেকে আদিলের সঙ্গে তার সম্পর্কের পাট চুকেছে সেদিন থেকে হঠাৎ করে ইসলামের শরণাপন্ন হয়েছেন তিনি। সদ্যই মক্কা-মদিনায় গিয়ে উমরাহ সেরে ফিরেছেন। তারপর থেকে এ যেন এক অন্য রাখি।

আরও পড়ুন : সৌন্দর্যের দিক থেকে ঐশ্বরিয়াকেও টেক্কা দেবে প্রাণের মেয়ে, ছবি দেখে চোখ ফেরাতে পারবেননা

সৌদি থেকে ফেরার সময় মুম্বাই এয়ারপোর্টে পা রাখার সাথে সাথেই রাখির স্পষ্ট কথা, ‘রাখি নয় আমাকে ফাতিমা বলে ডাকুন’। একই রূপ দেখা গেল শনিবারও। এইদিন লাল বোরখা আর হিজাব পরে হাজির হন এক অনুষ্ঠানে। ক্যামেরার সামনে পোজ-ও দিলেন। তবে ইভেন্ট থেকে বেরোনোর সময়ই হঠাৎ-ই যেন মাথার তার কেটে গেল তার। মানুষের ভিড়ের মাঝে বলে উঠলেন, ‘আমি পবিত্র, আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি। পুরুষরা আমাকে ছোঁবেন না। আমার থেকে দূরে থাকুন’।

 

View this post on Instagram

 

A post shared by Tadka Bollywood (@tadka_bollywood_)

 

রাখির এই মন্তব্যের পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। এক ইউজার কটাক্ষের সুরে লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ড্রামাবাজ মহিলা’। অপর জন লেখেন, ‘শ চুয়ে খাকে বিল্লি হজ কো চলি’। জনৈক কটাক্ষ, ‘এই মহিলার নাটকের শেষ নেই। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী’। এদিকে আদিল-ও রাখির বিরুদ্ধে একটার পর একটা তোপ দেগেই চলেছেন। সবে মিলিয়ে রীতিমত কন্ট্রোভার্সির বেড়াজালে আটকা পড়েছেন এই কন্ট্রোভার্সি কুইন।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X