নাম-ধর্ম বদলে হিজাবও পরা শুরু করেছিলেন, আচমকাই গ্রেফতার রাখি সাওয়ান্ত ফতিমা!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের যাবতীয় বিতর্কের দায় একা নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। এমনিতেই তিনি ‘এন্টারটেনমেন্ট কুইন’। সেই সঙ্গে ‘কন্ট্রোভার্সি কুইন’ও বটে। পেশাগত এবং ব্যক্তিগত কারণে কতবার কত রকম বিতর্কে যে জড়িয়েছেন তার ইয়ত্তা নেই। সদ্য নিকাহ করেছেন রাখি। প্রেমিক আদিল খান দুরানির জন্য ধর্ম বদলে, নাম বদলে রাখি সাওয়ান্ত ফতিমা হয়েছেন। হিজাবও পরতে শুরু করেছিলেন। তার মধ্যেই নয়া কেলেঙ্কারি! গ্রেফতার হলেন রাখি।

হ্যাঁ, ঠিকই পড়েছেন। নাট্যমঞ্চে যবনিকা পতনের সময় এখনো হয়নি। মুম্বইয়ের অম্বোলি থানার পুলিস গ্রেফতার করেছে রাখিকে। আর এ খবর টুইট করে জানিয়েছেন আরেক বিতর্কিত অভিনেত্রী শার্লিন চোপড়া। টুইটে তিনি ‘ব্রেকিং নিউজ’ দিয়ে জানান, অম্বোলি পুলিসের হাতে গ্রেফতার হয়েছেন রাখি। গ্রেফতারির কারণ স্পষ্ট না করলেও একটি এফআইআর এর উল্লেখ করেছেন শার্লিন যার ভিত্তিতে গ্রেফতার হয়েছেন তিনি।

adil khan rakhi

জানা যাচ্ছে, অভিযোগটি দায়ের করেছেন শার্লিন নিজেই। সূত্রের খবর, এদিন নিজের একটি নাচের অ্যাকাডেমি খোলার কথা ছিল রাখির। স্বামী আদিলের সঙ্গেই অ্যাকাডেমি শুরু করতেন তিনি। কিন্তু তার আগেই গ্রেফতার হতে হয় রাখিকে। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কারণটাই বা কী শার্লিনের?

আসলে ঘটনার সূত্রপাত হয় গত বছর। মিটু মামলায় অভিযুক্ত পরিচালক সাজিদ খান বিগ বসে পা রাখতেই গর্জে উঠেছিলেন শার্লিন। সাজিদের হাতে হেনস্থা হওয়ার অভিযোগ তুলে পুলিসে এফআইআর দায়ের করেছিলেন তিনি। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শার্লিন দাবি করেছিলেন, সাজিদকে রক্ষা করছেন খোদ সলমন খান।

শার্লিনের এই মন্তব্যেই ক্ষেপে যান রাখি। পালটা সাজিদের পক্ষ নিয়ে শার্লিনকে তুলোধনা করেন তিনি। এরপরেই রাখির বিরুদ্ধে মানহানির অভিযোগ করে এফআইআর দায়ের করেন শার্লিন। সেই অভিযোগের ভিত্তিতেই এখন রাখি গ্রেফতার হয়েছেন বলে খবর।

https://twitter.com/SherlynChopra/status/1615967658993938433?s=20&t=IQVa3WX4q8v7AFTT6mIuow

উল্লেখ্য, বিগত কিছুদিন ধরেই নিকাহ নিয়ে চর্চায় রয়েছেন রাখি। তাঁর আইনজীবী জানিয়েছেন, হিন্দু ধর্ম বদলে ইসলাম গ্রহণ করেছেন তিনি। তাঁর নতুন নাম রাখি সাওয়ান্ত ফতিমা। বিস্তর টালবাহানার পর সম্প্রতি রাখিকে স্বীকারও করে নিয়েছেন আদিল। এরপরেই হিজাব পরতে শুরু করে দিয়েছেন রাখি। আদিলের সঙ্গে উমরাহ করতে যাওয়ার পরিকল্পনাও করছিলেন। কিন্তু গ্রেফতার হতে সেই পরিকল্পনায় আপাতত জল পড়ল রাখির।

Niranjana Nag

সম্পর্কিত খবর