স্বামীকে ছাড়াই জন্মদিন পালন রাখি সাওয়ান্তের

বাংলাহান্ট ডেস্ক:   ২৭ নভেম্বর ৪১-এ পা দিয়েছেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। কার্যত বিয়ের পর এটাই তাঁর প্রথম জন্মদিন। তাই সবাই ভেবেছিলেন যে এবার হয়ত রাখির এনআরআই স্বামীর দেখা পাওয়া যাবে। এবার হয়ত তিনি স্ত্রীর খাতিরে লজ্জা ভুলে ক্যামেরার সামনে মুখ দেখাবেন। কিন্তু হা হতোশ্মি! স্বামীকে বুড়ো আঙুল দেখিয়ে রাখি নিজেই নিজের জন্মদিন পালনে মেতে উঠলেন।

article l 2019102899375934679000

৪১ তম জন্মদিন উপলক্ষে বেশ জাঁকজমকেরই আয়োজন করেছিলেন রাখি সাওয়ান্ত। তার উপর তিনি হলেন ‘ড্রামা কুইন’। তাঁর জন্মদিনে একটু নাটক থাকবে না তা কি হয়? জন্মদিন পালনের ছবি ও ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। শেয়ার করা মাত্রই তা ভাইরাল। কেকে ফুঁ দেওয়ার মুহূর্তের ভিডিয়ো শেয়ার করেছেন রাখি। সেখানে দেখা যাচ্ছে কেক কাটার জন্য টেবিলের উপরেই উঠে পড়েছেন তিনি। তবে অন্যান্য জন্মদিন পালনের তুলনায় রাখির জন্মদিন পালন একটু ভিন্ন। তাঁকে প্রথমে কেক দিয়ে আরতি করা হয়। তারপর একজন কেকটি দূরে সরিয়ে নিয়ে তাঁকে বলেন মোমবাতিতে ফুঁ দিতে। ভিডিয়ো দেখে স্পষ্ট কোনও ক্যাফেটেরিয়াতে রাখির জন্মদিন পালন করা হয়েছে।

এখানেই শেষ নয়, জন্মদিনের মেনুতে কী কী খাবার রয়েছে তারও এক ঝলক নেটিজেনদের দেখান রাখি। তবে ঠাণ্ডা পানীয়তে চুমুক দিতে দিতে স্বামীকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।

বেশ কিছুদিন আগেই হঠাৎ রাখি ঘোষণা করেন এক এনআরআই পাত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। এও বলেন যে তাঁর স্বামী নাকি ক্যামেরার আড়ালেই থাকতে পছন্দ করেন তাই তাঁর সঙ্গে নেটিজেনদের পরিচয় করানো সম্ভব নয়। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় বিবাহিত জীবনের ‘প্রমাণ’ দেওয়ার জন্য নান ছবি শেয়ার করেন রাখি সাওয়ান্ত। তাঁদেরক মধুচন্দ্রিমার ছবি থেকে শুরু করে কিছুদিন আগে করওয়া চৌথে স্বামীর জন্য গাজরের হালুয়া বানানোর ভিডিয়োও শেয়ার করেন তিনি।

 

Niranjana Nag

সম্পর্কিত খবর