বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক সম্ভবত রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) ছায়াসঙ্গী। তিনি যা বলেন, যা পরেন তা নিয়েই চর্চা শুরু হয়। এবার নিজেকে যিশু খ্রিস্ট এবং মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে ফের বিতর্কে জড়িয়েছেন তিনি। নেটমাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছেন রাখি।
না, এমন কোনো সাম্প্রতিক কোনো সাক্ষাৎকারে বলেননি রাখি। এ ঘটনা ২০০৭ সালের। সে বছর এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে রাখি নিজেকে মহাত্মা গান্ধী এবং যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি যে ধরণের সমালোচনা পান সে ব্যাপারে বলতে গিয়েই নিজেকে গান্ধী এবং যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছিলেন।
সাক্ষাৎকারে নিজের সামাজিক কাজের ব্যাপারে কথা বলার পাশাপাশি সমালোচনা, নিন্দা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছিলেন রাখি। নিজের চলন বলন, হাবভাবের জন্য মাঝেমধ্যেই সমালোচিত হন তিনি। আগেও হতেন। এ প্রসঙ্গেই রাখিকে প্রশ্ন করা হয়েছিল, সমালোচকদের উদ্দেশে কী বলতে চাইবেন তিনি?
উত্তরে রাখি বলেছিলেন, ‘আমি আমার সমালোচকদের বলতে চাই, ঈশ্বর আপনাদের ভাল রাখুন আর যত খুশি সমালোচনা করার শক্তি দিক। গান্ধীজি এবং যিশু খ্রিস্টও এ ধরণের সমালোচনার মুখে পড়েছিলেন। যদি মানুষের মনে হয় আমি একটুও ভাল, তাহলে ওরা আমাকে ভালবাসবে। বিশ্বাস করুন, আমি প্রচারের জন্য কখনো কিচ্ছু করি না। আপনাদের ভালবাসায় আমি এত খ্যাতি পেয়েছি আর মিডিয়ার কাছে আইটেম গার্ল হয়ে উঠেছি। মিডিয়া আমার পিছু ছাড়েই না।’
নিজেকে গান্ধী এবং যিশু খ্রিস্টের সঙ্গে তুলনা করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন রাখি। সম্প্রতি তাঁর পুরনো সাক্ষাৎকারটি নতুন করে ভাইরাল হওয়ায় ফের নিন্দার মুখে পড়েছেন তিনি। নেটিজেনদের বক্তব্য, বাড়তে বাড়তে সীমা ছাড়িয়ে যাচ্ছেন রাখি।