শাহরুখকে রাতে ভিডিও কল! স্ক্রিনশট শেয়ার করে তুমুল ট্রোল রাখি সাওয়ান্ত

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তিনি পরিচিত ‘ড্রামা কুইন’ নামে। যাই করেন সবই একটু ‘হটকে’। বলা হচ্ছে, রাখি সাওয়ান্তের (Rakhi sawant) কথা। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি। এই মুহূর্তে অন‍্যান‍্য তারকাদের মতো গৃহবন্দি রয়েছেন রাখিও। আর ঘরে বসেই একের পর এক ছবি, ভিডিও শেয়ার করেই যাচ্ছেন তিনি।

Rakhi Sawant Birthday Marriage Relationship
লকডাউনে সব তারকারাই বাড়িতে রয়েছেন। এই অবস্থায় সকলেই মজেছেন সোশ‍্যাল মিডিয়ায়। কেউ টিকটক করছেন আবার কেউ ইনস্টাগ্রামে ছবি শেয়ার করছেন। তবে অন‍্যরা যেখানে দিনে একটা কি দুটো ছবি দিচ্ছেন সেখানে রাখি দিনে এক নাগাড়ে চার পাঁচটি ভিডিও শেয়ার করে ফেলছেন।

https://www.instagram.com/p/B_A2HQUD5kN/?igshid=1wdltw6g16fyg

রাখির সেই সব মজার ভিডিও দেখে নেটিজেনরাঝ বেশ মজা পান। কিন্তু সম্প্রতি একটি ছবি শেয়ার করেই বিপাকে পড়েছেন তিনি।

https://www.instagram.com/p/B_AxA3XjaOq/?igshid=1blm6pgapjp5h

সম্প্রতি একটি ভিডিও কলের স্ক্রিনশট তুলে নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেন রাখি। ছবিতে দেখা যায় শাহরুখ খানকে ভিডিও কল করেছেন তিনি। রাখি আরও বলেন, করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানোর জন‍্য বাদশাকে ধন‍্যবাদ জানিয়েছেন তিনি। সেই ভিডিও কলেরই স্ক্রিনশট তুলে শেয়ার করেন রাখি।

https://www.instagram.com/p/B_Aw7baDUeQ/?igshid=1it9a3kpj7hxk

আর এর পরেই নেটদুনিয়ায় তুমুল ট্রোলের মুখে পড়েছেন রাখি। নেটিজেনরা বলছেন পুরোটাই ফটোশপ করা। আবার অনেকে বলছেন, এবারে একটু বাড়াবাড়িই করে ফেলেছেন রাখি সাওয়ান্ত। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি তিনি। সম্প্রতি বিয়ের সময়কার ছবি শেয়ার করেন অভিনেত্রী। কিন্তু সেখানে তাঁর স্বামীর মুখ না দেখানোয় ফের একপ্রস্থ সমালোচনা হয় রাখিকে নিয়ে।

Niranjana Nag

সম্পর্কিত খবর