বাংলাহান্ট ডেস্ক: নাটক অব্যাহত ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)। দ্বিতীয় স্বামী আদিল খান দুরানিকে নিয়ে তাঁর অভিযোগ পর্ব আপাতত শান্ত। আদিল জেলে রয়েছেন। এদিকে রমজান মাস পড়ে যাওয়ায় রোজা রাখা শুরু করেছেন রাখি। এবার তাঁর ধর্ম নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বিতর্কেরই জবাব দিলেন রাখি।
আদিলের সঙ্গে নিকাহ সারার পর থেকেই হিজাব পরা শুরু করেছিলেন। মাঝে মধ্যেই অবশ্য আগেকার বোল্ড অবতার দেখা দিত তাঁর। কয়েকবার নমাজ পড়ার ভঙ্গি নিয়েও ট্রোল হয়েছেন রাখি। তাঁর জবাব, স্বেচ্ছায় নয়, আদিল দোর করেছিল বলেই তিনি ইসলাম গ্রহণ করেছেন।
রাখি বলেন, ‘আমি জন্মগত ভাবে হিন্দু। তারপর মায়ের সঙ্গে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করি। আর আদিলের সঙ্গে বিয়ের পর ও জোর করে আমাকে ইসলাম ধর্ম নেওয়ায়। আদিল আর আমার জীবনের অংশ নয়। তবে ইসলামকে আমি মন থেকে গ্রহণ করেছি। আমি রোজা রাখছি, নমাজ পড়ছি। একজন ভাল মুসলিম হওয়ার চেষ্টা করছি। এতেই আমি শান্তি খুঁজে পাই’।
রাখি আরো বলেন, তিনি যেহেতু হিন্দু পরিবারের তাই সহজে সার্টিফিকেট পাচ্ছেন না। অথচ তিনি ইতিমধ্যেই কলমা বদলেছেন, রোজা রাখছেন। নিজেকে মুসলিম মনে করছেন। এমনকি নিজের নাম বদলে ফতিমা রাখার কথাও স্বীকার করে নিয়েছেন রাখি। তাঁর কথায়, বিনা কারণে তাঁকে নিশানা করা হচ্ছে। কিছু মানুষ বলছেন, খোলামেলা পোশাক না পরতে, বোরখা পরতে, বাড়িতে থাকতে। এমন করলে কেউ ভয়েই ইসলাম নেবে না, বক্তব্য রাখির।
প্রসঙ্গত, এর আগে আদিলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন রাখি। তিনি আপাতত জেলেই রয়েছেন। এদিকে রাখির দাবি ছিল, আদিলের বাড়ির লোক নাকি তাঁকে মেনে নিচ্ছেন না কারণ তিনি হিন্দু। অভিনেত্রী জানান, আদিলের বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। তাঁর শ্বশুরমশাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি হিন্দু বলে তাঁকে মেনে নেওয়া সম্ভব নয়।