‘ইসলাম কবুল করেছি, আমি নিজে একজন মুসলমান’, লভ জিহাদ প্রসঙ্গে জবাব রাখির

বাংলাহান্ট ডেস্ক: রাখি সাওয়ান্ত (Rakhi Sawant) এবং আদিল খান দুরানির (Adil Khan Durani) মধ্যে বিবাদ এখন চর্চার হট টপিক বিটাউনে। প্রথম বিয়ে ভাঙার পর আদিলের সঙ্গে প্রেম করে নিকাহ করেন অভিনেত্রী। সেই নিকাহ নিয়ে, ধর্ম পরিবর্তন নিয়ে বিতর্ক বন্ধ হওয়ার আগেই শুরু হয়েছে আরেক নাটক। আদিলের সঙ্গে বিচ্ছেদ ঘোষনা করে তাঁকে গ্রেফতার করিয়েছেন রাখি। স্বামীর বিরুদ্ধে পরকীয়া, মারধোর, আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন তিনি।

গত বছর নিকাহ করলেও এতদিন তা জনসমক্ষে আনেননি রাখি। সম্প্রতি মায়ের অসুস্থতার পর সেকথা প্রকাশ্যে আনেন তিনি। সঙ্গে এও জানান, আদিলই নাকি তাঁকে একথা জানাতে দেননি। প্রথমে নিকাহর ব্যাপারটা অস্বীকার করলেও পরবর্তীকালে তাতে মান্যতা দেন আদিল। কিন্তু সবকিছু ঠিক হতে গিয়েও হয়নি।

adil rakhi

হঠাৎ করেই রাখি দাবি করেন, তাঁর বৈবাহিক জীবনে বিপদ ঘনিয়ে এসেছে। আদিল নাকি তনু নামে একটি মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন। স্বামীর বিরুদ্ধে মারধোর ছাড়াও দেড় কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি। আগেই জানা গিয়েছিল, আদিলকে নিকাহ করার জন্য ধর্ম পরিবর্তন করেছিলেন রাখি। ইসলাম গ্রহণ করে রাখি সাওয়ান্ত ফতিমা নাম হয়েছে তাঁর।

বিষয়টা নিয়ে লভ জিহাদ প্রসঙ্গও উঠেছে। সম্প্রতি পাপারাৎজির ক্যামেরার সামনে এ বিষয়ে মুখ খোলেন রাখি। তিনি স্পষ্ট বলেন, ‘আমি নিজে একজন মুসলমান। আমি ইসলাম কবুল করেছি। হিন্দু মুসলিম নিয়ে বলবেন না’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাখি জানান, তিনি অতি সম্প্রতি জানতে পেরেছেন আদিল আগে থেকেই বিবাহিত। তাঁর বিয়ে এবং বিচ্ছেদের সার্টিফিকেট হাতে পেয়েছেন বলে জানান রাখি। উপরন্তু তিনি এও জানান, আদিলের প্রাক্তন স্ত্রী তাঁকে ফোন করেছিলেন। তিনি দাবি করেছেন, তিনি হিন্দু ধর্মাবলম্বী। কিন্তু আদিল জোর করে তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে তারপর নিকাহ করেছিলেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর