‘আমি এখনো কুমারী’, আমিরকে তৃতীয় বিয়ের প্রস্তাব রাখি সাওয়ান্তের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আমির খান (aamir khan) ও কিরণ রাওয়ের (kiran rao) বিবাহ বিচ্ছেদ নিয়ে যখন বিনোদন জগৎ উত্তাল তখন অন‍্য দুনিয়ায় রাখি সাওয়ান্ত (rakhi sawant)। এই খবরটা নাকি ছিলই না তাঁর কাছে। জানতে পেরে সোজাসুজি আমিরকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন রাখি। তাঁর দাবি, তিনি নাকি এখনো কুমারী।

রাখি যেখানেই যান বলা বাহুল‍্য তাঁর পিছু নেয় পাপারাৎজি। রাখিও ভরপুর বিনোদনের যোগান দেন তাদের। সাংবাদিকরাই রাখিকে জানান আমির কিরণের বিবাহ বিচ্ছেদের খবর। শুনে একরকম আকাশ থেকে পড়েন তিনি। বলিউডের ‘এন্টারটেনমেন্ট কুইন’ দাবি করেন, বছর ১৫ আগে যখন আমির প্রথম স্ত্রী রীনা দত্তকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন তখনি এক সাক্ষাৎকারের মাধ‍্যমে অভিনেতাকে এমন কাজ করতে বারন করেছিলেন তিনি।


রাখি অনুরোধ করেছিলেন কিরণকে বিয়ে না করতে। এখন আমিরের দ্বিতীয় বিয়েও টিকল না। অবশ‍্য এরপরেই রাখিসুলভ উত্তর দিয়ে তিনি বলেন, “আমি এখনো কুমারী। আমার সম্পর্কে কী ভাবেন আপনি?” অর্থাৎ আমির যদি তৃতীয় বিয়ের কথা ভাবেন তবে একেবারেই তৈরি আছেন রাখি। অবশ‍্য দু বছর আগেই তিনি দাবি করেছিলেন রিতেশ নামে এক এনআরআই এর সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে তাঁর। যদি সম্প্রতি রাখি দাবি করেন, রিতেশ নাকি আগে থেকেই বিবাহিত। এমনকি এক সন্তানও রয়েছে তাঁর। কিন্তু এখনো বিচ্ছেদ হয়নি তাঁদের। তবে রাখি কুমারী হলেন কিকরে? উত্তর মেলেনি।

প্রসঙ্গত, শনিবার সকালে একটি লম্বা বিবৃতিতে আমির ও কিরণ জানান অনেক দিন ধরেই বিবাহ বিচ্ছেদ করার পরিকল্পনা করছিলেন তাঁরা। আলাদা হয়ে গেলেও ছেলে আজাদের অভিভাবক থাকবেন দুজনেই। একসঙ্গেই তাকে বড় করে তুলবেন। তাঁরা আরো জানিয়েছেন, তাঁদের সংস্থা ‘পানি ফাউন্ডেশন’ এর জন‍্য যৌথ উদ‍্যোগেই কাজ করবেন।


বিবাহ বিচ্ছেদের ঘোষনার পরেই বিষয়টা নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে নেটমাধ‍্যমে। অভিনেত্রী ফতিমা সানা খানের সঙ্গেও আমিরের নাম জড়িয়ে ট্রোল শুরু হয়েছে। বাবার নামে কাদা ছোঁড়াছুঁড়ি দেখে নেটিজেনদের উদেশে পালটা কটাক্ষ ছুঁড়েছেন আমির কন‍্যা ইরা খান।

X