বাংলাহান্ট ডেস্ক: টিকিয়ে রাখতে পারলেন না সংসার। বছর ঘোরার আগেই স্বামী আদিল খান দুরানির (Adil Khan Durani) সঙ্গে বিচ্ছেদের ঘোষনা করে দিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। আদিল নাকি অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। আর তাই তিনি রাখিকে ছেড়ে দিতে চাইছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আবারো বিষ্ফোরক দাবি করলেন বলিউডের ‘এন্টারটেনমেন্ট কুইন’।
সাক্ষাৎকারে রাখি বলেন, আদিল তাঁকে বলেছিলেন তিনি যদি মিডিয়ার সামনে ক্ষমা চান তাহলেই তিনি ফিরে আসবেন। আদিল নাকি কথা দিয়েছিলেন যে তিনি সবকিছু ছেড়েছুড়ে রাখির কাছে ফিরে আসবেন। কিন্তু কথা রাখেননি আদিল। স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনে রাখি বলেন, এখনো ওই মেয়ের সঙ্গেই রয়েছেন আদিল। তাঁকে শেষমেষ ছেড়েই দিল তাঁর স্বামী।
রাখির কথায়, ‘আমার কপালটাই খারাপ’। সংবাদ মাধ্যমের কাছে বারংবার আদিলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। এর আগে রাখি বলেছিলেন, তিনি যখন বিগ বস মরাঠিতে ছিলেন, সেই সময়টার সুযোগ নিয়েছিল ওই মেয়ে। দীর্ঘ আট মাস ধরে এই নিকাহর কথা তাঁকে জনসমক্ষে ফাঁস করতে দেননি আদিল। সেটাও ওই মেয়েটির সঙ্গে পরকীয়ার জন্য বলে দাবি করেছেন রাখি।
তিনি আরো দাবি করেছেন, ‘তনু’ বলে মেয়েটির সঙ্গেই নাকি থাকছেন আদিল। শুধুমাত্র বলিউডে আসার জন্য রাখিকে ব্যবহার করেছেন তিনি। শুধু তাই নয়, তাঁর দেড় কোটি টাকাও নাকি নিয়ে নিয়েছেন আদিল। তবে তিনিও ছাড়বেন না। আদালতে যাবেন বলে শাসিয়েছেন রাখি।
রাখি অভিযোগ করেছেন, আদিলের জন্যই নাকি নিজের মাকে হারিয়েছেন তিনি। যদি তাঁর চিকিৎসা আগে শুরু হত তাহলে মাকে বাঁচিয়ে রাখতে পারতেন। আদিলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে রাখির দাবি, তাঁর জন্যই নিজের মাকে হারিয়ে ফেলেছেন তিনি।