যাহ! এই প্রেমিকটাও টিকল না! বয়ফ্রেন্ড আদিল দেখা না করায় কাঁদতে কাঁদতে কাজল ধেবড়ে ফিরলেন রাখি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভাগ‍্যটাই খারাপ রাখি সাওয়ান্তের (Rakhi Sawant)। রিতেশ ধোঁকা দিয়েছে। আরেকটি বিয়ে থাকা সত্ত্বেও রাখিকে বিয়ে করেছিলেন তিনি। সেই বিয়ে থেকে ছাড় পেতে না পেতে নতুন প্রেমিক জুটিয়ে ফেলেছিলেন রাখি। আদিলের (Adil Khan) পাল্লায় পড়ে প্রতিজ্ঞা করেছিলেন, আর কোনোদিন ছোট পোশাক পরবেন না। আদিলের সন্তানের মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন রাখি। কিন্তু এই প্রেমিকটাও বোধকরি টিকল না তাঁর।

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে দেখা মিলল রাখির। গোলাপি সালোয়ার স‍্যুট পরে, সেজেগুজে কোথাও একটা গিয়েছিলেন তিনি। কোথায় গিয়েছিলেন সেটা নিজেই ফাঁস করেন রাখি। জানান, আদিলের সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু যাওয়াই সার। রাখির সঙ্গে দেখাই করেননি আদিল।


নিজের সোনালী চুল দেখিয়ে রাখি জানান, আদিলের জন‍্যই এই স্টাইল করেছেন তিনি। বিমানে আসতে আসতে দু ঘন্টা ধরে কান্নাকাটি করেছেন রাখি। তাই কাজল গিয়েছে ধেবড়ে। অভিমানী রাখি বলেন, তিনি আর কোনোদিন আদিলকে ফোন করবেন না। তাঁর আত্মসম্মানটা সবার আগে।

এর আগে রাখি জানিয়েছিলেন, প্রাক্তন প্রেমিক রিতেশের সঙ্গে বিচ্ছেদের পর অবসাদে ভুগতেন তিনি। কারোর সঙ্গে কথা বলতেন না। রাখি বলেছিলেন, “আত্মহত‍্যা করার চিন্তা আসত আমার মাথায়। আমি ঠিক করেছিলাম গলায় দড়ি দেব আর পুরোটা রেকর্ড করব। আমার কিছু হলে ও দায়ী থাকত কারণ ও আমাকে এতটাই কষ্ট দিয়েছিল। আমি সে সময়ে এতটাই যন্ত্রণায় ছিলাম যে মাথা কাজ করত না।”

https://www.instagram.com/reel/CgOGyOmKIvC/?igshid=YmMyMTA2M2Y=

রাখি আরো জানিয়েছিলেন, তাঁর বর্তমান প্রেমিক সে সময়েই দেবদূতের মতো এসেছিলেন তাঁর কাছে। সমস্ত সমস‍্যা দূর করে সবকিছু ঠিক করে দিয়েছিলেন আবার। তাঁকে যত্নে রেখেছেন, ভালবাসা দিয়ে সারিয়ে তুলেছেন রাখির মনের ক্ষত।

X