সলমনের ধমকেই হয়েছে কাজ, ‘ভাইয়ের জন্যই বেঁচে গেল সংসারটা’, গদগদ রাখি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিস্তর জলঘোলা, বিতর্ক, কান্নাকাটির পর অবশেষে হ্যাপি এন্ডিং পেয়েছেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। তাঁকে স্ত্রী হিসাবে মেনে নিয়েছেন আদিল খান দুরানি (Adil Khan Durani)। প্রথমে নিকাহ অস্বীকার করলেও সম্প্রতি ৩৬০ ডিগ্রি ঘুরে সংবাদ মাধ্যমের কাছে রাখিকে বউ হিসাবে মেনে নিয়েছেন তিনি। হঠাৎ এত পরিবর্তন কীভাবে? রাখির কথাতেই হল এবার স্পষ্ট হল সবকিছু।

নাহ, আপনা থেকে বোধোদয় হয়নি আদিলের। বরং এক বলিউড সুপারস্টারের বোঝানোতেই নাকি নিকাহ মেনে নিয়েছেন তিনি। সেই সুপারস্টার আর কেউ নয়, খোদ সলমন খান (Salman Khan)। তাঁর এক ফোনেই নাকি নিজের মত বদলান আদিল। তারপরেই সর্বসমক্ষে স্বীকৃতি দেন রাখিকে। সম্প্রতি পাপারাৎজির সামনে একথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

rakhi sawant nikah

বিগ বসে একাধিক বার অংশ নেওয়ার দৌলতে সলমনের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে রাখির। এর আগে তাঁর মায়ের অসুস্থতার সময়ে আর্থিক সাহায্য নিয়ে পাশে দাঁড়িয়েছিলেন সলমন এবং তাঁর ভাই সোহেল খান। এবারেও রাখির বিপদের সময়ে পাশে দাঁড়ালেন ভাইজান।

সম্প্রতি আদিলকে সঙ্গে নিয়ে পাপারাৎজির মুখোমুখি হন রাখি। ক্যামেরার সামনে তিনি বলেন, ‘ভাই (সলমন খান) ওকে খুব ভালবাসেন। ভাইয়ের সঙ্গে আলাপও হয়েছে। নিশ্চয়ই ভাইয়ের ফোন এসেছিল’। এরপরেই রাখি বলেন, ‘ভাই থাকতে কি আর বোনের সঙ্গে বিয়ে অস্বীকার করতে পারে? ভাইয়ের ফোন আসলে তবেই তো কিছু হবে তাই না?’

আদিলও স্বীকার করেন, সলমন ফোন করেছিলেন তাঁকে। অভিনেতার প্রশংসা করে তিনি বলেন, উনি খুবই ভদ্র, নম্র একজন মানুষ। কিছু কথা তিনি আদিলকে বলেন ফোন করে। শুনেই রাখির মন্তব্য, ‘আমার দাদা সলমন আমার সংসারটা বাঁচিয়ে দিলেন’।

এর আগে আদিল জানিয়েছিলেন, তাঁর পরিবার এখনো মেনে নিতে পারেনি রাখিকে। বলিউডের এন্টারটেনমেন্ট কুইন হিসাবে পরিচিত রাখি। তাঁর পোশাক আশাক থেকে হাবভাব, চালচলন সবেতেই ‘বাড়াবাড়ি’। আদিল বলেন, তাঁর পরিবার এখনো মেনে নিতে পারেনি রাখিকে। তবে মানিয়ে নেওয়ার চেষ্টা চলছে এখনো। সেই কারণেই এতদিন নিকাহ মানছিলেন না তিনি।

X