বলিউডে আসার জন‍্য চাই লাস‍্যময়ী ফিগার, মাত্র ১৫ বছর বয়সেই স্তন প্রতিস্থাপন করেছিলেন রাখি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের রঙিন মানুষ রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। বিতর্ক, কেচ্ছায় ভরা জীবন সত্ত্বেও অনুরাগীদের সর্বদা বিনোদন দিতে ভোলেন না বলিউডের এন্টারটেনমেন্ট কুইন। যাই হয়ে যাক না কেন, ‘পরোয়া করি না’ গোছেন হাবভাব নিয়ে ঘোরেন রাখি। বরাবরই সব বিষয়ে রাখঢাক না করেই কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। সম্প্রতি নিজের জীবনেরও একটি ঘটনার কথা জানিয়েছেন রাখি।

অনেকেই জানেন, নিজের স্তনযুগল প্রতিস্থাপন করিয়েছেন রাখি। আকর্ষণীয় হয়ে ওঠার জন‍্যই যে তিনি এমনটা করেছিলেন সেকথা নিজের মুখেই স্বীকার করেছিলেন রাখি। এবার তিনি দাবি করলেন, আকর্ষণীয় ফিগার না থাকলে বলিউডে জায়গা পাওয়া যায় না। সেই কারণে মাত্র ১৫ বছর বয়সেই স্তন প্রতিস্থাপন করিয়েছিলেন রাখি।


এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ১৫-১৬ বছর বয়সেই স্তন সার্জারি করিয়েছিলেন তিনি। তাঁর ফিগার ‘আকর্ষণীয়’ ছিল না। অথচ তিনি বলিউডে আসার স্বপ্ন দেখতেন। উপরন্তু সে সময়ে বিশ্বসুন্দরীরাও নিজেদের আকর্ষণীয় করে তোলার জন‍্য সার্জারি করাতেন।

রাখি জানান, তাঁকে বলা হয়েছিল বলিউডে আসতে হলে শরীর ও মুখ নিখুঁত হতে হবে। তাই শেষমেষ সার্জারি করানোর সিদ্ধান্ত। ওই বয়সে ব‍্যাপারটা তাঁর কাছে খুব ভয়াবহ ছিল বলেও জানান রাখি। এখানেই শেষ নয়। আরো একটি ঘটনার কথা জানান এদিন জানান রাখি।

তিনি যখন ছোট ছিলেন, একবার হোলিতে বাড়িতে পাওয়া কিছু কন্ডোম খুঁজে পেয়েছিলেন রাখি। কিন্তু সেগুলোকে বেলুন ভেবে তার মধ‍্যে রঙিন জল ভরে লোকজনদের উপরে ছুঁড়ে মেরেছিলেন তিনি। সে সময়ে কত কিছু না বুঝলেও সকলে কেন তাঁর উপরে এত রেগে গিয়েছিলেন সেটা ভাবিয়ে তুলেছিল রাখিকে। তবে এই ঘটনার অনেক পরে তিনি উদ্ধাল করেন যে গুলোকে তিনি বেলুন ভেবেছিলেন সেগুলো আসলে কন্ডোম ছিল! তবে এই ঘটনার কথা বলতে গিয়ে রাখির মতো মানুষও ইতস্তত করছিলেন।

X