কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে মুখ খুললেন রাখী সাওয়ান্ত।

কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে মুখ খুললেন রাখী সাওয়ান্ত।

বাংলা হান্ট ডেস্ক: গত সোমবার রাজ্যসভায় নানা ব্যাক বিতর্কের মধ্যে অবশেষে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা তুলে দেওয়ার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার এই সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকেই গোটা ভারত জুড়ে জোর শোরগোল শুরু হয়ে গেছে। এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই নানান  রাজনৈতিক দলের নেতারা  মুখ খুলছেন,কিন্তু এখন এই সিদ্ধান্ত নিয়ে সরব হয় বলিউড তরকারাও। এবার মুখ খুললেন রাখী সাওয়ান্ত। রাখীর মতে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী মোদীর মতো জননেতাই ভারতবাসীর ভবিষ্যত পথ প্রদর্শক হতে পারে।

এই তালিকা থেকে বাদ পড়লেন না রাখী সাওয়ান্ত ও।সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে লিখলেন এই বিতর্কিত অভিনেত্রী। জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার জন্য প্রথমেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান রাখি।তারপর তিনি লেখেন,” কাশ্মীর এবার ভারতের হয়ে গেল সম্পূর্ণভাবে।”

তিনি বলেছেন খুব তাড়াতাড়িই তারা নাকি ৩৭০ ধারা বাতিল নিয়ে একটি সিনেমা তৈরি করতে চলেছেন।তবে এই সিনেমার বিষয় আর কিছুই বলেন নি তিনি।

 

 

সম্পর্কিত খবর