কোণঠাসা হয়ে পড়ছেন সাজিদ, আত্মহত‍্যা না করে বসেন! ‘মিটু’ অভিযুক্তর জন‍্য দরদ উথলে উঠল রাখির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরিচালক সাজিদ খানের (Sajid Khan) বিরুদ্ধে বলিউড জুড়ে নিন্দার ঝড় উঠেছে। একজন ‘মিটু’ অভিযুক্তকে কেন বিগ বসের মতো মঞ্চে যোগদানের সুযোগ দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে বারবার। বিষয়টা পৌঁছে গিয়েছে রাজনৈতিক মহল পর্যন্ত। সাজিদের হাতে নির্যাতিতা অভিনেত্রীরা মুখ খুলছেন তাঁর বিরুদ্ধে। এর মাঝে স্রোতের বিপরীতে হেঁটে পরিচালককে সমর্থন করলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)।

ব‍্যতিক্রমী কাজকর্মের জন‍্য বিশেষ খ‍্যাতি আছে রাখির। অন‍্যরা যা স্বপ্নেও ভাবতে পারে না তা তিনি সর্বসমক্ষে করে দেখান। স্পষ্ট কথা বলতে কখনোই ডরান না রাখি। বিতর্ক তাঁর নামের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে যুক্ত। তাই বিতর্কের ভয় রাখির নেই। ক্রমাগত কোণঠাসা হতে থাকা সাজিদের পাশে তাই দাঁড়াতে দুবারও ভাবেননি।


রাখির দাবি, বিগ বসে যোগ দেওয়া নিয়ে সাজিদের বিরুদ্ধে যে বিক্ষোভ শুরু হয়েছে তা আসলে ‘পাবলিসিটি স্টান্ট’। কিন্তু এত ঘৃণা পেতে পেতে তিনি আত্মহত‍্যার মতো মারাত্মক পদক্ষেপ নিয়ে ফেলতে পারেন, আশঙ্কা রাখির। সংবাদ মাধ‍্যমের কাছে ভয় প্রকাশ করেছেন তিনি।

সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ভিডিওতে রাখিকে বলতে শোনা যায়, গত চার বছরে যা শাস্তি পাওয়ার সাজিদ খান পেয়ে গিয়েছেন। তখন কেউ কিছু বলেনি কেন? এখন উনি বিগ বসের জন‍্য প্রচারে এসেছেন বলে আবার বিতর্ক শুরু হয়েছে। মানুষ সুযোগের সদ্ব‍্যবহার করছে।


রাখি এও বলেন, চার বছর কোনো কাজ ছাড়া কাটানোর পর সাজিদ খানের দোষ মাফ হয়ে গিয়েছেন বলেই মনে করেন তিনি। এখন নতুন করে সবটা শুরু করতে চাইছেন তিনি। সেটা করতে দেওয়া উচিত তাঁকে। বিগ বসে এই ধরণের বিতর্কিত মানুষদেরই নেওয়া হয় বলেও মন্তব‍্য করেন রাখি।

কথা বলতে বলতে কান্নায় গলা বুজে আসে রাখির। তিনি বলেন, সাজিদ তাঁর কেউ হয় না। কিন্তু মানবিকতার খাতিরে তাঁর জন‍্য প্রাণ কেঁদে উঠছে রাখির। সারাক্ষণ এত ঘৃণা পেতে থাকলে সাজিদ আত্মহত‍্যা করতে পারেন বলে ভয় পাচ্ছেন তিনি। রাখি আর্জি জানিয়েছেন, এবার অন্তত সাজিদ খানকে একটু বাঁচতে দিন সবাই।

সম্পর্কিত খবর

X