প্রচারে আসতে আর কত নীচে নামবেন! রিতেশকে জড়িয়ে ধরে লিপলক করতেই রাখিকে তুলোধনা নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আর অপেক্ষা ঘন্টা কয়েকের। তারপরেই প্রকাশ‍্যে আসবে বিগ বস ১৫ র (bigg boss) বিজেতার নাম। আবারো কোনো এক তারকা প্রতিযোগীর হাতে উঠবে হিন্দি টেলিভিশনের সবথেকে বিতর্কিত শোয়ের বিজেতার ট্রোফি, সঙ্গে লোভনীয় ৫০ লক্ষ টাকার চেক! দীর্ঘ ১৭ সপ্তাহের হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩০ জানুয়ারি ফিনালে পর্বে এসে পৌঁছেছে মাত্র পাঁচ জন প্রতিযোগী।

করন কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, শমিতা শেট্টি, প্রতীক সেহজপাল ও নিশান্ত ভাটের মধ‍্যে একজনের হাতে উঠতে চলেছে বিজেতার পুরস্কার। চলতি সিজনের সবথেকে চর্চিত প্রতিযোগীদের মধ‍্যে অন‍্যতম ছিলেন রাখি সাওয়ান্ত (rakhi sawant) ও তাঁর স্বামী রিতেশ (ritesh)। শোয়ের মাঝে ওয়াইল্ড কার্ড এনট্রি হিসাবে প্রবেশ করেছিলেন দুজনে।


বিগ বসেই প্রথম বার স্বামীকে প্রকাশ‍্যে আনেন রাখি। তবে বিগ বসের ঘর থেকে বেরোতেই বেশি সময় লাগেনি রিতেশের। তাঁর হিংস্র স্বভাবের জন‍্য ২০ দিন পরেই দর্শকদের ভোটে বাদ পড়ে যান তিনি। রাখি অবশ‍্য ফিনালের সপ্তাহ পর্যন্ত টিকে থাকতে পেরেছিলেন। তবে শেষমেষ তাঁকেও বিদায় নিতে হয়।


ফিনালের পর্বের জন‍্য অবশ‍্য আবারো রিতেশের হাত ধরে বিগ বসের সেটে আসেন রাখি। আর এবারেও নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এই জুটি। পাপারাৎজির ক‍্যামেরার ঝলকানির সামনেই রিতেশকে টেনে চুম্বন করেন রাখি। ভাইরাল ভিডিও দেখেই স্পষ্ট, সর্বসমক্ষে এমন ব‍্যক্তিগত মুহূর্ত তৈরি করতে একেবারেই রাজি নন রিতেশ।

https://www.instagram.com/reel/CZUAfc0lU4H/?utm_medium=copy_link

কিন্তু রাখি তো রাখি! স্বামীকে টেনে এনে লিপলক করে পোজ দিলেন তিনি ক‍্যামেরার সামনে। তাও আবার একবার নয়, দু দুবার! রিতেশের চোখেমুখে স্পষ্ট অস্বস্তি। স্ত্রীর কাণ্ডে তিনি যে বড়ই অপ্রস্তুতে পড়েছেন তা বোঝা যাচ্ছে। নেটিজেনরাও কটাক্ষ করতে ছাড়েননি রাখিকে। প্রচার পাওয়ার জন‍্য যে নিজেকে কোথায় নামিয়ে আনেন এই তারকারা! ভিডিও দেখে বিরক্ত অনেকেই। একজন আবার রাখিকে তোপ দেগেছেন তেজস্বীকে ঘনিষ্ঠতা নিয়ে জ্ঞান দেওয়ার জন‍্য।

সম্পর্কিত খবর

X