সুশান্ত স্বপ্নে এসেছিল, বললো আমার গর্ভে জন্ম নেবে : রাখি সাওয়ান্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে তিনি পরিচিত ‘ড্রামা কুইন’ নামে। যাই করেন সবই একটু ‘হটকে’। বলা হচ্ছে, রাখি সাওয়ান্তের (Rakhi sawant) কথা। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি।
তবে এবার নিজের এই স্বভাবের জন‍্যই বিপদে পড়েছেন রাখি। সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুতে যখন সারা দেশ বলিউডে নেপোটিজম নিয়ে গর্জে উঠেছে, অভিনেতার মৃত‍্যুর উচিত বিচারের দাবিতে সোচ্চার হয়েছে তখনই অপরদিকে রাখি রয়েছেন ঠাট্টার মেজাজে। অন্তত তাঁর বক্তব‍্য শুনে তাই মনে করছে নেটিজেনরা।
সম্প্রতি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন রাখি। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, সুশান্ত আবার জন্ম নেবেন। রাখির দাবি প্রয়াত অভিনেতা তাঁর স্বপ্নে এসে তাঁকে বলেছেন, তিনি তাঁরই গর্ভে জন্ম নেবেন।


রাখি আরও দাবি করেন, সুশান্ত তাঁকে বলেছেন এই বলিউড ইন্ডাস্ট্রি তাঁকে অবহেলা করেছে, বয়কট করেছে। তাঁর হয়ে আওয়াজ তোলার জন‍্য কঙ্গনা রানাওয়াত ও রাখি সাওয়ান্তকে ধন‍্যবাদও জানিয়েছেন সুশান্ত। কিন্তু যারা তাঁর সঙ্গে খারাপ ব‍্যবহার করেছে তাদের সুশান্ত ছাড়বেন না বলে জানিয়েছেন রাখি।


রাখি আরও বলেছেন, সুশান্ত তাঁর মাধ‍্যমে প্রযোজকদের বার্তা দিতে চান। তাঁর যা যা ছবি বাকি আছে তা সম্পূর্ণ করতে ও রাখি এবং সানি লিওনের আইটেম সং রাখতে তাঁর ছবিতে। এতে সুশান্তের ছবি হিট হবে। রাখির দাবি, সুশান্ত তাঁকে বলেছেন এবার তাঁর সব ছবিকে যেন অ্যাওয়ার্ড দেওয়া হয়।

https://www.instagram.com/tv/CBsKsE-j__y/?igshid=8bkjuz0haxvq

বলা বাহুল‍্য, রাখি সাওয়ান্তের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে নেটজগতে। প্রয়াত সুশান্তকে নিয়ে এমন মন্তব‍্যের জন‍্য তুমুল সমালোচনার মুখে পড়েছেন রাখি। অনেকে তাঁকে ‘পাগল’ এর তকমাও দিয়েছেন।

সম্পর্কিত খবর

X