মহারাষ্ট্রে বাড়ন্ত করোনা, মাস্ক না পরায় ক‍্যামেরাম‍্যানকে মুলো দিয়ে মারতে গেলেন রাখি!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) তিনি পরিচিত ‘ড্রামা কুইন’ নামে। যাই করেন সবই একটু ‘হটকে’। বলা হচ্ছে, রাখি সাওয়ান্তের (Rakhi sawant) কথা। সব বিষয়েই নিজের মতামত জাহির করতে পছন্দ করেন তিনি। সম্প্রতি বিগ বস ১৪ তে প্রতিযোগী হিসাবে লড়াই করতেও দেখা গিয়েছিল রাখিকে।

একাধিক বার বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কের সম্মুখীন হয়েছেন রাখি সাওয়ান্ত। কিন্তু তা সত্ত্বেও চৈতন‍্য হয় না তাঁর। সম্প্রতি রাখির একটি ভিডিও তুমুল ভাইরাল হচ্ছে সোশ‍্যাল মিডিয়ায়। মাস্ক না পরায় পাপারাৎজিকে মুলো নিয়ে মারতে গেলেন রাখি।


হ‍্যাঁ, শুনতে অবাক লাগলেন আসলেই এমনটা ঘটেছে। তিনি রাখি সাওয়ান্ত বলে কথা। তাই একটু হটকে আচরণ তো করতেই হবে তাঁকে। আসলে সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় বাজার করতে দেখা গেল রাখিকে। তাঁকে দেখতে পেয়েই ঘিরে ধরে পাপারাৎজি।

নিজের স্বভাব মতোই সবার সঙ্গে বেশ মজা মসকরা করতে দেখা যায় রাখিকে। হাতে একটা মুলো নিয়ে তিনি সেটা তলোয়ারের মতো চালাতে চালাতে বলেন, যে আমাকে বিরক্ত করবে আর যে মাস্ক পরবে না তাকে আমি এই মুলো দিয়ে মারবো। একজন মজা করেন বলেন, ওই ব‍্যক্তি মাস্ক পরেননি।

রাখিও মুলো নিয়ে তাকে মারতে যান। তাঁর কাণ্ড দেখে সবাই হেসে ওঠে। এরপরেই সবজি ওয়ালাকে নিয়ে ব‍্যস্ত হয়ে পড়েন রাখি। বেশ কিছু সবজি ও ফল বাজার করে তিনি জিজ্ঞাসা করেন সব মিলিয়ে কত দাম হল। উত্তরে ১৬৫০ টাকা শুনে হতভম্ব রাখি। এত দাম কিকরে হল তা জিজ্ঞাসা করতে থাকেন তিনি সবজি বিক্রেতাকে।

https://www.instagram.com/p/CNuib1HDyi_/?igshid=eidapy3vl6kv

এমনকি রাখি অভিযোগ করেন তাঁকে দেখেই এত বেশি দাম নিচ্ছে সবজি ওয়ালা। ৭৫০ টাকায় সবকিছু দিয়ে দেওয়ার জন‍্য অনুরোধ করে পাপারাৎজিও। অপরদিকে রাখি দাবি জানান, তাঁকে ৪০০ টাকায় সব সবজি ও ফল দিতে হবে।

https://www.instagram.com/p/CNvLVRMj_JX/?igshid=1glyhka3uanhr

আসলে করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই কয়েকটি রাজ‍্য নাইট কার্ফুর পথে হেঁটেছে। সবথেকে বেশি ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রে। তাই সেখানে অনেকেই যাতে বেশি বাইরে বেরোতে না হয় তাই একেবারে সবজি ও ফলের বাজার সেরে রাখছেন‍। রাখিও আপাতত ব‍্যস্ত সেই কাজে।

X