বাংলাহান্ট ডেস্ক: অগাস্টেই মেগা বক্স অফিস সংঘর্ষ হতে চলেছে বলিউডে। আগামী সপ্তাহে মুখোমুখি টক্করে নামছে দুই মহারথী অক্ষয় কুমার (Akshay Kumar) ও আমির খানের (Aamir Khan) ছবি ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan) ও ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। বহুদিন পর দুই সুপারস্টারের ছবির মধ্যে এত বড় সংঘর্ষ হতে চলেছে। মুক্তির আগে দুই ছবিই বিতর্কে জড়িয়েছে। দুটি ছবিকেই বয়কটের ডাক উঠেছে।
আগামী ১১ অগাস্ট একই দিনে মুক্তি পেতে চলেছে লাল সিং চাড্ডা এবং রক্ষা বন্ধন। দুটো আলাদা ঘরানার ছবি হলেও কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে, কোন ছবি কত কোটি টাকার ব্যবসা করবে তা নিয়ে এখন থেকেই চর্চা চলছে দর্শক মহলে। পাশাপাশি আগাম বুকিংয়ের ক্ষেত্রে কোন ছবি অপরটির থেকে এগিয়ে রয়েছে সেদিকেও নজর রয়েছে সকলের।
আমির এবং অক্ষয় দুজনই ইন্ডাস্ট্রির বড় নাম। তেমনি দুটো ছবিই প্রথম থেকেই আগ্রহ তৈরি করেছিল। তাই দুটি ছবির নির্মাতাই চেষ্টা করবেন যত বেশি সংখ্যক সম্ভব স্ক্রিন নিজেদের দখলে রাখতে, যাতে দর্শক বেশি হয়। এখনো পর্যন্ত কলকাতায় আগাম টিকিট বুকিংয়ের যে চিত্র সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, আমিরকে পেছনে ফেলে এগিয়ে আছেন অক্ষয়।
কলকাতায় আইনক্স মাল্টিপ্লেক্স চেনে এখনো পর্যন্ত ৭৬ টি স্ক্রিন নিজেদের দখলে করেছে রক্ষা বন্ধন আর লাল সিং এর দখলে রয়েছে ৬৪ টি। আসলে রক্ষা বন্ধনের স্ক্রিন টাইম ২ ঘন্টা আর অন্যদিকে লাল সিং চাড্ডার স্ক্রিন টাইম ২ ঘন্টা ৪৫ মিনিট। তাই অনেকেই অক্ষয়ের ছবির দিকেই ঝুঁকছেন।
অন্যান্য শহরে প্রথম দিনের আগাম বুকিংয়ের দিক দিয়ে এগিয়ে রয়েছে লাল সিং চাড্ডা। মুম্বইতে ১৪.৩৯ লাখ টিকিট বিক্রি হয়েছে। দিল্লিতে বিক্রি হয়েছে ১৭.৫ লক্ষ। আর রক্ষা বন্ধনের ক্ষেত্রে মুম্বই এবং দিল্লিতে আগাম টিকিট বিক্রি হয়েছে ১৬.৪৭ লাখ এবং ১৮.৬৩ লাখ। তবে শেষমেষ টিকিট বুকিং এবং বক্স অফিসে ব্যবসার ক্ষেত্রে মোক্ষম বাজিমাতটা কে করবে সেটা এখনো সময়ের অপেক্ষা।