মাদক কাণ্ডে অভিযুক্ত রকুল, যৌন হেনস্থায় জ‍্যাকি! বিয়ে করছেন বলিউডের দুই ‘গুণধর’ তারকা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ে করছেন রকুল প্রীত সিং (rakul preet singh), টিনসেল টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে এমন খবর। এক মাস আগেই ভালবাসার কথা স্বীকার করেছিলেন অভিনেত্রী। মনের মানুষকেও প্রকাশ‍্যে এনেছেন। তিনিও ইন্ডাস্ট্রির মানুষ। অভিনেতা প্রযোজক জ‍্যাকি ভাগনানি (jaccky bhagnani)। এবার নাকি বিয়েও সেরে ফেলবেন দুজনে।

গত ১০ অক্টোবর নিজের জন্মদিনে সম্পর্কটা প্রকাশ‍্যে এনেছিলেন রকুল। জ‍্যাকির সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘ধন‍্যবাদ আমার ভালবাসা। এ বছরে তুমি আমার সবথেকে বড় উপহার। ধন‍্যবাদ আমার জীবনটা রঙিন করার জন‍্য, ধন‍্যবাদ আমাকে সবসময় হাসানোর জন‍্য, ধন‍্যবাদ তোমাকে তোমার জন‍্য। আরো স্মৃতি একসঙ্গে তৈরি করবো।’


বলিউডের সূত্র বলছে, আগামী বছরেই চার হাত এক হবে রকুল জ‍্যাকির। তবে সে গুঞ্জন উড়িয়ে অভিনেত্রী দাবি করেছেন, এখন তেমন কোনো পরিকল্পনা নেই তাঁর। আপাতত নিজের কেরিয়ারেই মনোযোগ দিতে চান তিনি। যখনি বিয়েটা করুন না কেন ঠিক জানাবেন তিনি।

https://www.instagram.com/p/CU1x-zyq5L0/?utm_medium=copy_link

 

এক বছর আগেও এই সময়টা ভয়াবহ ছিল রকুলের জন‍্য। মাদক কাণ্ডে নাম জড়ানোয় ক্রমাগত নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর চক্কর কাটতে হচ্ছিল তাঁকে। তবে চার্জশিটে তাঁর বয়ান থাকলেও অভিযুক্ত হিসাবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা ছিল না।


রিয়া চক্রবর্তী দাবি করেছিলেন, নিয়মিত মাদক সেবন করতেন এই অভিনেত্রীরা। রকুলের হোয়াটসঅ্যাপ চ‍্যাটে ডুব, হ‍্যাশের মতো শব্দ পাওয়া গিয়েছিল। এনসিবির জেরায় রকুল জানিয়েছিলেন ‘ডুব’ বলতে তিনি সিগারেটই বুঝিয়েছিলেন চ‍্যাটে। রিয়া চক্রবর্তীর সঙ্গেও তাঁর দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেছিলেন রকুল প্রীত সিং। মাস কয়েক আগে একটি আর্থিক তছরুপের মামলাতেও নাম জড়িয়েছিল রকুলের।

অপরদিকে চলতি বছরের জুন মাসে মুম্বইয়ের এক মডেল যৌন হেনস্থার অভিযোগ আনেন জ‍্যাকি ভাগনানি সহ বলিউডের কয়েকজন হেভিওয়েটদের বিরুদ্ধে। অভিযোগের তালিকায় ছিল অভিনেতা জ‍্যাকি ভাগনানি, ফটোগ্রাফার কলস্টন জুইয়ান, কেওয়ান এন্টারটেইনমেন্টের সহ প্রতিষ্ঠাতা অনির্বাণ ব্লা, টি-সিরিজের কৃষাণ কুমার, আহা কোম্পানির সিইও অজিত ঠাকুর, জেরোধা কোম্পানির সহ প্রতিষ্ঠাতা নিখিল কামাত, প্রযোজক বিষ্ণু ইন্দুরির নাম। তবে এখন সেসব মামলা, অভিযোগ থেকে দূরে নতুন করে জীবন শুরু করার স্বপ্নে বিভোর রকুল-জ‍্যাকি।

X