বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত মামলায় যুক্ত মাদক (drugs) চক্রে জড়িত থাকার অভিযোগে আগেই উঠে এসেছিল রকুল প্রীত সিংয়ের (rakul preet singh) নাম। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (NCB) জেরায় রিয়া চক্রবর্তী দাবি করেছিলেন সুশান্ত ও তাঁর সঙ্গে একত্রেই মাদক সেবন করতেন রকুল ও সারা আলি খান।
সেই সূত্রে NCBর সমন পাঠানো হয়েছিল রকুলের কাছেও। এই নিয়ে প্রথমে ঘোরতর প্রতিবাদ, আইনি পদক্ষেপ নিলেও অবশেষে হাজিরা দিতে বাধ্য হলেন অভিনেত্রী। আজ, শুক্রবার সকালে NCBর দফতরে হাজির হন রকুল। উল্লেখ্য, আজই NCB দফতরে হাজিরা দেওয়ার কথা রয়েছে অভিনেত্রী দীপিকা পাডুকোনেরও।
Mumbai: Actor #RakulPreetSingh arrives at NCB SIT office. She was summoned by Narcotics Control Bureau to join the investigation of a drug case, related to #SushantSinghRajputDeathCase. pic.twitter.com/RnkOFyRL3C
— ANI (@ANI) September 25, 2020
এর আগে মাদক যোগে তাঁর নাম জড়িয়ে মিডিয়া ট্রায়ালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন রকুল প্রীত সিং। মাদক মামলায় নাম জড়িয়ে তাঁর ভাবমূর্তি নষ্ট করছে মিডিয়া, এই দাবি তুলেই দিল্লি হাই কোর্টে পিটিশন দাখিল করেন অভিনেত্রী।
রকুল পিটিশনে দাবি করেন, বিনা প্রমাণে তাঁর বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে। এমনকি বয়ানে তাঁর নাম নেওয়ার কথা রিয়া চক্রবর্তী অস্বীকারও করেছেন বলে দাবি করেন রকুল। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নিয়ম অমান্য করে এই মিডিয়া ট্রায়াল চলছে বলে মন্তব্য করেন অভিনেত্রী।
তিনি আরও অভিযোগ করেন, সংবাদ মাধ্যম ক্রমাগত তাঁকে হেনস্থা করে চলেছে। এমনকি তাঁর বাড়িতেও চলে আসছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে তিনি অনুরোধ জানান, কোনো চ্যানেল গাইডলাইন মেনে না চললে সেই চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।
সম্প্রতি তিনি এমন দাবিও করেন, হায়দ্রাবাদ বা মুম্বই কোথাওই NCBর সমন পাননি তিনি। তবে এবার জেরার জন্য তাঁকে হাজিরা দিতে দেখে নেটিজেনদের আশা সম্ভবত এবারে আসল রহস্য উদঘাটন হবে। অপরদিকে বৃহস্পতিবারই গোয়া থেকে চার্টার্ড বিমানে মুম্বই পৌঁছান দীপিকা পাডুকোন। আজ NCBর দফতরে হাজিরা দেবেন তিনিও।