কালো বিকিনিতে জলে ভাসছেন রকুল, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ছবি

বাংলাহান্ট ডেস্ক: এতদিনে বলিউডে বেশ পরিচিতি পেয়ে গিয়েছেন অভিনেত্রী রকুল প্রীত সিং। প্রথমে দক্ষিণী ছবিতে কাজ করলেও এখন বলিউডের ছবিতেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। সেই দৌলতে তাঁর ফ্যান ফলোয়িংও বাড়ছে হু হু করে।

AADSMgR

অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় রকুল। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ১২.৮ মিলিয়ন ছুঁয়েছে। সম্প্রতি একটি নতুন ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে সুইমিং পুলে জলক্রীড়ায় মেতেছেন তিনি।

https://www.instagram.com/p/B7vKQuGB4hU/?utm_source=ig_web_copy_link

পরনে কালো বিকিনি, ভিজে চুলে একটি মস্ত ফ্লোটিং টিউবের ওপরে ভাসছেন রকুল। ক্যাপশনে লিখেছেন, “হাসি ছাড়া একটা দিন কাটানো মানে সেই দিনটা নষ্ট করা। তাই হাসুন ও হাসি ছড়িয়ে দিন।” ইতিমধ্যেই ছবিটিতে ৭ লক্ষেরও বেশি লাইক পড়ে গিয়েছে। বোঝাই যাচ্ছে, উইকেন্ডের মজা পুরোপুরি ভাবে লুটে নিচ্ছেন রকুল। বলা বাহুল্য নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেত্রীকে। আবার অনেকে তাঁর উইকেন্ড কাটানোর ধরন দেখে ঈর্ষাও প্রকাশ করেছেন।

https://www.instagram.com/p/B7Kzn0kBB_l/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, বলিউডে রকুলের শেষ ছবি ২০১৯-এ ‘দে দে পেয়ার দে’ ও ‘মরজাওয়া’। এর মধ্যে দে দে পেয়ার দে ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অজয় দেবগণ। তবে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি ছবিটি। মরজাওয়া ছবিটিও সিনেপ্রেমীদের মনে ছাপ ফেলতে ব্যর্থ হয়। তবে দক্ষিণে বেশ জনপ্রিয় অভিনেত্রী রকুল প্রীত সিং। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কয়েকটি হিট ছবি।

Niranjana Nag

সম্পর্কিত খবর