বাংলাহান্ট ডেস্ক: এতদিনে বলিউডে (bollywood) বেশ পরিচিতি পেয়ে গিয়েছেন অভিনেত্রী রকুল প্রীত সিং (rakul preet singh)। প্রথমে দক্ষিণী ছবিতে কাজ করলেও এখন বলিউডের ছবিতেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। সেই দৌলতে তাঁর ফ্যান ফলোয়িংও বাড়ছে হু হু করে।
অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় রকুল। ইনস্টাগ্রামে তাঁর অনুরাগীর সংখ্যা ১২.৮ মিলিয়ন ছুঁয়েছে। আর হবে নাই বা কেন মাঝে মাঝেই নানা ছবি, ভিডিও পোস্ট করে অনুরাগীদের মন জয় করতে বেশ ভালই জানেন তিনি।
https://www.instagram.com/p/B9s3zjJhOd2/?igshid=1rm8etgh61m34
করোনা মোকাবিলায় তৃতীয় দফার লকডাউন বাড়ানো হয়েছে ১৭ মে পর্যন্ত। বন্ধ রয়েছে বেশিরভাগ দোকানপাট, স্কুল কলেজ। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব্যতিক্রম নন রকুলও। তাই এখন বাড়িতে বসেই নানা কাজ করে সময় কাটছে তাঁর।
https://www.instagram.com/p/B-B7vrlBBBG/?igshid=195kl0wuz3zht
এই লকডাউনের সময় তারকারা প্রায় সবাই বেশি পরিমাণে সক্রিয় রয়েছেন সোশ্যাল মিডিয়ায়। রকুলও পড়েন সেই তালিকাতেই। কিছুদিন আগেই ট্রেন্ড অনুযায়ী টিশার্ট চ্যালেঞ্জ করে দেখিয়েছিলেন তিনি। মাত্র কিছু সেকেন্ডের মধ্যেই দিব্যি টিশার্ট পরে চ্যালেঞ্জ পুরো করেছিলেন তিনি। নিজের ইনস্টা হ্যান্ডেলে এই ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। রীতিমতো ভাইরাল হয়েছিল সেই ভিডিও।
https://www.instagram.com/p/B-rsj-5huVD/?igshid=1grfm6a4howfo
https://www.instagram.com/p/B-04rGuhpvM/?igshid=1x48zfs568e6j
এবার ফের যোগাভ্যাসের ছবি শেয়ার করেছেন রকুল। ছবিতে দেখা গিয়েছে একটি লম্বা কাপড় শরীরে পেঁচিয়ে হাওয়ায় ভাসছেন তিনি। তাঁরা পা ওপরে মাথা নীচের দিকে। এই পোজিশনেই ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী।
https://www.instagram.com/p/B-rXiCrhcg_/?igshid=1vknugpzsc97t
ক্যাপশনে রকুল জানিয়েছেন, ২০১৮ থেকে যোগাভ্যাসের সঙ্গে যুক্ত তিনি। প্রতিদিন নিয়ম করে যোগা করেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, জীবনে ব্যালান্সটাই আসল। মাঝে মাঝে কাজ বন্ধ করে চুপচাপ বসে থাকাও ভাল। ৪ লাখের ওপর লাইক পড়ে গিয়েছে এই ছবিতে।
https://www.instagram.com/p/B_tUvx5hB1R/?igshid=1ql93a4m0d6gm
প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল লকডাউনের মধ্যে দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন রকুল। ২০০ জন দরিদ্র মানুষের দৈনিক খাবারের ভার একাই কাঁধে তুলে নিয়েছেন তিনি। জানা গিয়েছে, গুরুগ্রামে রকুলের বাড়ির পাশে যে বস্তি রয়েছে সেখানকার ২০০ জন বাসিন্দার খাবারের দায়িত্ব নিয়েছেন তিনি। নিজের বাড়িতে রান্না করা খাবার দিয়েই তাদের পেট ভরাচ্ছেন অভিনেত্রী। তাঁকে সাহায্য করছেন মা বাবা কুলবিন্দর সিং ও রাজেন্দ্র সিং।