বাংলাহান্ট ডেস্ক: গত বছরের স্মৃতি আবারো ফিরল অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের (rakul preet singh) জীবনে। মাদক কাণ্ডে নাম জড়ানোয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমন পেলেন তিনি। রকুল ছাড়াও ‘বাহুবলী’ খ্যাত রানা দগ্গুবতী এবং আরো দশ জন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাকে এই মর্মে সমন পাঠিয়েছে ইডি।
জানা যাচ্ছে, চার বছর পুরনো একটি মাদক মামলার জেরে ফের আইনি জটিলতায় ফেঁসেছেন এই অভিনেতা অভিনেত্রীরা। আগামী ৬ সেপ্টেম্বর ইডির অফিসে হাজিরা দিতে হবে রকুলকে এবং রানা দগ্গুবতীকে ৮ সেপ্টেম্বর হাজিরা দিতে বলা হয়েছে। মাদক মামলায় সমন পেয়েছেন তেলুগু ছবির অভিনেতা রবি তেজা এবং পরিচালক পুরি জগন্নাথও।
ইডির এক আধিকারিক বলেন, এই চারজন তারকার নাম মাদক মামলায় অভিযুক্ত বলে উল্লেখ করা হয়নি। তাই আগেভাগেই তাঁরা আর্থিক তছরূপের ঘটনার সঙ্গে যুক্ত কিনা সেটা বলা উচিত হবে না। ২০১৭ সালে তেলেঙ্গানাতে ৩০ লক্ষ টাকার মাদক বাজেয়াপ্ত করেছিল পুলিস। ১২ টি মামলার মধ্যে ১১ টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছিল। পরে এই মামলার আর্থিক তছরূপের ঘটনার তদন্ত শুরু করে ইডি। এখনো পর্যন্ত এই মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ৬২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস।
প্রসঙ্গত, গত বছর সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক কাণ্ডে রিয়া চক্রবর্তীর সঙ্গে নাম জড়ায় দীপিকা পাডুকোন, রকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুর, সারা আলি খানের। তবে চার্জশিটে তাঁদের বয়ান থাকলেও তবে অভিযুক্ত হিসাবে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা ছিল না।
রিয়া দাবি করেছিলেন, নিয়মিত মাদক সেবন করতেন এই অভিনেত্রীরা। রকুলের হোয়াটসঅ্যাপ চ্যাটে ডুব, হ্যাশের মতো শব্দ পাওয়া গিয়েছিল। এনসিবির জেরায় রকুল জানিয়েছিলেন ‘ডুব’ বলতে তিনি সিগারেটই বুঝিয়েছিলেন চ্যাটে। রিয়া চক্রবর্তীর সঙ্গেও তাঁর দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেছিলেন রকুল প্রীত সিং।