বরফগলা জলে আগুন ধরালেন রাকুলপ্রীত, ধরা দিলেন লাস্যময়ী রূপে

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) দুনিয়ায় নিজের পসার জমিয়ে রেখেছেন রাকুলপ্রীত সিং (Rakulpreet Singh)। দর্শকদের তিনি উপহার দিয়েছেন একগুচ্ছ হিট ছবি। বরাবরই সাহসী চরিত্রে অভিনয় করে তিনি জিতে নিয়েছেন দর্শকদের মন। তবে এবার বিকিনি পরে লাস্যময়ী রূপে তিনি ধরা দিলেন সোশ্যাল মিডিয়ায়।

বরফে ঢাকা চারিদিক। তারই মাঝে অল্প একটু অংশ কেটে তৈরী করা হয়েছে জলাশয়। আর সেখানেই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন সকলের প্রিয় অভিনেত্রী রাকুলপ্রীত সিং। সোশ্যাল মিডিয়ায় নিজেই তুলে ধরলেন ভিডিও। তাঁকে দেখে রীতিমত অবাক নেটদুনিয়া। অনেকেই আবার ভয়ে কাঁপতে শুরু করেছেন।

Rakul Preet Singh

নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানেই তাঁকে দেখা গেছে শীতের পোশাক পরে। তাঁর পরনে ছিল মোটা কোট। তবে হঠাৎ করেই সেই সমস্ত পোশাক খুলে ফেলেন অভিনেত্রী। এরপরেই তাঁকে দেখা যায় নীল রঙের প্রিন্টেড সুইমিং শ্যুটে। কনকনে ঠান্ডার মাঝেই ওই পোশাক পরে জলে নামতে দেখা যায় তাঁকে। যা রেখে রীতিমত অবাক নেটমহল।

Rakul Preet Singh

ভিডিও পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ বরফগলা জলে, তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস’। অভিনেত্রীর এই ভিডিওর কমেন্ট বক্সে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখলেন, ‘ সত্যি তিনি আরও একবার প্রমান করে দিলেন ঠিক কতটা হট তিনি’। অন্য আর একজন লিখলেন, ‘ জল যতই ঠান্ডা থাকুক না কেন সেই জলে রাকুল নামা মাত্রই তা গরম হয়ে গেছে’।

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

উল্লেখ্য, শেষবার তাঁকে দেখা গেছে ‘ছত্রীওয়ালি’ ছবিতে। সমাজকে এগিয়ে নিয়ে যেতে যৌনশিক্ষা প্রচলনের প্রয়োজনীয়তা ঠিক কতটা সেটাই ফুটে উঠেছে ছবির গল্পে। খুব শীঘ্রই রাকুলকে দেখা যাবে ‘ইন্ডিয়ান-২’ ছবিতে। অভিনেত্রীর সঙ্গে স্ক্রিন শেয়ার করে নেবেন কমল হাসান। এছাড়াও ‘মেরি পাত্নী কা রিমেক’ নামক একটি ছবির কাজও রয়েছে তাঁর হাতে।

additiya

সম্পর্কিত খবর